তবুও খুশি মাহমুদউল্লাহ
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আয়োজিত হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ। ঘরের মাঠে দুই দলের বিপক্ষেই সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে সিরিজ জয়ের পাশাপাশি বিশ্বকাপের প্রস্তুতি কতটা হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
দুই সিরিজেই বাংলাদেশের ব্যাটসম্যানরা হতাশ করেছেন। ওপেনিংয়ে ধারাবাহিক ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। ভালো করেছেন বোলাররা। অস্ট্রেলিয়া সিরিজ ৪-১ ব্যবধানে, আর নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই সিরিজ জয় নিয়েই আপাতত খুশি টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।
আজ শুক্রবার ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজ জিতলে ভালো লাগত। কিন্তু আমি মনে করি নিউজিল্যান্ড সত্যিই ভালো ব্যাটিং করেছে। আমরা ভালো তাড়া করতে পারিনি, কিন্তু সিরিজ জয়ে খুশি।’
বোলারদের প্রশংসা করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘লক্ষ্য তাড়ায় আমরা ভালো শুরু করতে পারিনি। আফিফ ও আমি একটি পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছি, শেষ পর্যন্ত সাফল্য পাইনি। কিন্তু তাদের বোলাররা সত্যিই ভালো করেছে। শেষ তিনটি সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি, এটি বড় অর্জন। আশা করি আমরা বিশ্বকাপে সাফল্য পাব।’