তিন গোল খেয়েও শেষ চারে লিভারপুল
অ্যানফিল্ডকে বলা হয় লিভারপুলের কঠিন দুর্গ। ওই মাঠে স্বাগতিকদের হারানো কঠিন ব্যাপার। সেখানেই কি না, দারুণ লড়াই করল বেনফিকা। তিন গোল দিয়ে লিভারপুলকে নাড়িয়ে দিল তারা। কিন্তু শেষ রক্ষা হলো না। পাল্টা তিন গোল হজম করতে হলো বেনফিকাকে। ফলে ফিরতি লেগের ম্যাচটি ড্র-তেই শেষ হয়। তিন গোল খেয়ে ড্র করলেও প্রথম লেগের সুবিধায় চ্যাম্পিয়নস লিগের শেষ চারে উঠে গেল লিভারপুল।
গতকাল বুধবার রাতে অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৩-৩ গোলে ড্র করেছে লিভারপুল ও বেনফিকা। এর আগে বেনফিকার মাঠে প্রথম লেগে ৩-১ ব্যবধানে জিতেছিল লিভারপুল। মোট দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের অগ্রগামিতায় শেষ চারে পা রেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
দ্বিতীয় লেগে কাল লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন রবার্তো ফিরমিনো, আর একটি গোল করেছেন ইব্রাহিমা কোনাতে। আর বেনফিকার হয়ে সমান একটি করে গোল করেছেন গনসালো রামোস, রোমান ইয়ারেমচুক ও নুনেস।
সেমিফাইনালে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে লিভারপুল। আগামী ২৭ এপ্রিল অ্যানফিল্ডে হবে প্রথম লেগ। দ্বিতীয় লেগ হবে ৪ মে, ভিয়ারিয়ালের মাঠে।