নতুন নীতিমালা প্রকাশ করবে আইসিসি
ভারতীয় বাজারের সঙ্গে কাজ করার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা ও ক্যারিবিয়ানের দিকে নজর দিয়েছে। এই অঞ্চলগুলোর জন্য পরবর্তী আমন্ত্রণ দরপত্র (আইটিটি) প্রকাশ করবে তারা।
আইসিসি আইটিটি লঞ্চের ঘোষণা দিয়ে বলেছে, ‘ভারতীয় বাজারে মিডিয়া রাইটস টেন্ডারের সফল সমাপ্তির পর আইসিসি পরবর্তী ধাপ শুরু করবে। সম্প্রতি স্টার স্পোর্টসের সঙ্গে তিনি বিলিয়ন ডলারে চুক্তি করেছে। যা দুই ভাগে ভাগ করা হয়েছে। আর জি-এর কাছে সাব-লাইসেন্স দেওয়া হয়।’
প্রাথমিকভাবে ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে পুরুষদের আটটি বিশ্ব ইভেন্টের জন্য ২০২৪-২৭ পর্যন্ত নারী চ্যাম্পিয়নশিপের চারটি ইভেন্টের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। সম্মিলিত আইটিটিতে অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ এবং ছয়টি নারী টুর্নামেন্টসহ পুরুষদের ১৬টি ইভেন্ট হবে।
আইসিসি ভিত্তিমূল্য ঘোষণা করেনি। আগ্রহী দলগুলোকে অবশ্যই পুরুষদের ইভেন্টের প্রথম চার বছরের জন্য বিড জমা দিতে হবে। তাদের কাছে আট বছরের সমিতির জন্য বিডিংয়ের বিকল্পও রয়েছে।
এই প্রথম আইসিসি প্রতিটি বাজারে আলাদাভাবে যোগাযোগ করছে। এর কারণ হলো আইসিসির আয়ে বিভিন্ন অঞ্চল/দেশের অবদানের বিষয়ে ক্রিকেট বিশ্বের কাছে স্বচ্ছ হয়ে উঠবে।
আয়ের ৭০ শতাংশ ভারতীয় বাজার থেকে আসে। ভারতের পর যুক্তরাজ্য আইসিসির রাজস্বে সবচেয়ে বেশি অবদান রাখে। তারপর যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। আইসিসি অবশ্য আগামী বছরের মাঝামাঝি পাকিস্তানের বাজারে যাবে।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ের ক্রিকেটের প্রতি নতুন আগ্রহ দেখিয়েছে। আইসিসি একটি বিশ্ব ইভেন্ট, টি-টুয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকে রেখেছে। যেটি ২০২৪ সালে ক্যারিবিয়ানেও অনুষ্ঠিত হবে।