চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে গুনতে হবে কত?
আর এক মাসের অপেক্ষা। এরপর শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দীর্ঘ আট বছর পর আবারও মাঠে গড়াবে ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় মর্যাদাপূর্ণ এ টুর্নামেন্ট। হাইব্রিড মডেলে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে।
২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। টুর্নামেন্টকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশ করেছে টিকিটের মূল্য তালিকা। পাকিস্তানের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। ভেন্যু ভেদে টিকিটের দাম ওঠা-নামা করবে।
দর্শকের কথা মাথায় রেখে টিকিটের দাম হাতের নাগালে রেখেছে পিসিবি। এ ধরনের বড় ইভেন্টে সচরাচর যা হয়, তার চেয়ে কম। যা অবাক করেছে অনেককে, পাশাপাশি প্রশংসাও পাচ্ছে প্রায় সবার।
আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ খেলবে পাকিস্তান-নিউজিল্যান্ড। করাচি ছাড়াও লাহোর ও রাওয়ালপিন্ডিতে হবে ম্যাচ। তিন ভেন্যুতে টিকিটের সর্বনিম্ন দাম এক হাজার পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩৭ টাকা। গ্যালারি ভেদে টিকিটের মূল্য দেড় হাজার, সাড়ে তিন হাজার, চার হাজার, সাত হাজার রুপিও আছে। পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে সর্বোচ্চ ২৫ হাজার রুপি খরচ করতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৯২৮ টাকা।