পাকিস্তানের ৮ ক্রিকেটারকে জরিমানা

রাজনৈতিক স্লোগানসহ ৩ অভিযোগে ৮ ক্রিকেটারকে আর্থিক জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এসব ক্রিকেটারের মোট জরিমানার পরিমাণ ৩০ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ লাখ টাকা।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুসারে, সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে পেসার আমের জামালকে। তাকে ১৩ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। গেল বছরের অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সাক্ষাৎকার দেওয়ার সময় রাজনৈতিক স্লোগান লিখিত ক্যাপ পরিধান করে এসেছিলেন তিনি।
জরিমানা করা হয়েছে ওয়ানডের সহ-অধিনায়ক সালমান আলী আঘা, ওপেনার সাইম আয়ুব ও আবদুল্লাহ শফিককেও। জানা গেছে, অস্ট্রেলিয়া সফরের সময় দেরিতে হোটেলে ফেরার জন্য জরিমানা গুনতে হচ্ছে তাদের।
এছাড়া সাউথ আফ্রিকা সফরে বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম, পেসার আব্বাস আফ্রিদি এবং ব্যাটার উসমান খান দুই মিনিট দেরিতে হোটেলে এসেছিলেন। এজন্য তাদের প্রত্যেককে ২০০ ডলার করে জরিমানা করা হয়েছে। তবে সাউথ আফ্রিকাকে সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশ করার কারণে ২০০ ডলার তাদের ফেরত দেয়া হবে।
পিসিবি বলছে, উপরোক্ত কাজের মাধ্যমে তারা ক্রিকেট সংক্রান্ত বিধি ভঙ্গ করেছেন। জাতীয় দলের ক্রিকেটারদের সুনাম অক্ষুণ্ন রাখতে এ ব্যবস্থা নিয়েছে পিসিবি। সম্প্রতি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে দুই ম্যাচ মাঠে নেমে একটিতেও জিততে পারেনি পাকিস্তান দল।