এশিয়া কাপ
শুরু-শেষের ব্যাটিংয়ে লড়াকু পুঁজি পাকিস্তানের

আগের ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে টপঅর্ডার ব্যাটাররা ভালো শুরু এনে দিলেন। কিন্তু মিডল অর্ডার ব্যাটাররা খেলার সেই গতি ধরে রাখতে পারলেন না। একটা সময় মনে হচ্ছিল দুইশ ছুঁয়ে ফেলবে পাকিস্তান। কিন্তু মাঝের ওভারগুলোর ব্যর্থতায় তা আর হয়নি। বরং মনে হচ্ছিল, দেড়শ পার করতেই কষ্ট হবে। শেষ দিকে ফাহিম আশরাফের ক্যামিওতে দেড়শ ছাড়িয়ে লড়াই করার মতো পুঁজি পেয়েছে পাকিস্তান।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
ওপেনিং জুটিতে পরিবর্তন এনে ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান। সেটা কাজেও দিয়েছিল। ভালো শুরু এনে দিয়েছিলেন ফখর জামান আর সাহিবজাদা ফারহান। প্রথম দুই ওভারেই ১৭ রান নিয়েছিলেন। কিন্তু তৃতীয় ওভারে বিতর্কিত আউটে ফখর ফিরলে ভাঙ্গে সেই জুটি। ফেরার আগে ৯ বলে ১৫ রান করেন তিনি।
এরপর দ্বিতীয় উইকেট জুটিতে সাইম আইয়ুবকে প্রতিরোধ গড়ে তুলেন সাহিবজাদা। এই জুটি থেকে আসে ৭২ রান। আগের তিন ম্যাচে ডাক মেরে ফেরা সাইম এ ম্যাচে রান পেলেও ইনিংস বড় করতে পারেননি। ১৭ বলে ২১ রান করে ফেরেন তিনি।
চার নম্বরে বেশি সময় উইকেটে থাকতে পারেননি এবারে এশিয়া কাপে প্রথমবার একাদশে জায়গা পাওয়া হোসাইন তালাত। ১১ বলে ১০ করে ফিরেছেন তিনি। একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখা সাহিবজাদাও এরপর আর বেশি সময় উইকেটে থাকতে পারেননি। হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৪৫ বলে ৫৮ রান করে ফিরেছেন তিনি।
পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে খেলার বিপরীত গতিতে ব্যাট করেছেন মোহাম্মদ নাওয়াজ। ধীরগতির ব্যাটিংয়ে ১৯ বলে ২১ রান করে হাস্যকর রানআউটে ফিরেছেন তিনি। পরে ব্যাটিংয়ে নেমে ৮ বলে ২০ রানের ছোট্ট ক্যামিও খেলে অপরাজিত থাকেন ফাহিম আশরাফ। আর অধিনায়ক সালমান আলী অপরাজিত থাকেন ১৩ বলে ১৭ রান করে।
ভারতের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট পেয়েছেন শিভাম দুবে। একটি করে উইকেট গেছে হার্দিক পান্ডিয়া আর কুলদীপ যাদবের ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ২০ ওভারে ১৭১/৫ (সাহিবজাদা ৫৮, ফখর ১৫, সাইম ২১, তালাত ১০, মোহাম্মদ নাওয়াজ ২১, সালমান ১৭*, ফাহিম ২০*; হার্দিক ৩-০-২৯-১, বুমরাহ ৪-০-৪৫-০, বরুণ ৪-০-২৫-০, কুলদীপ ৪-০-৩১-১, অক্ষর ১-০-৮-০, শিভাম ৪-০-৩৩-২)।