নিজেকে ভাগ্যবান মনে করছেন শামীম
তরুণ ক্রিকেটার শামীম হোসেন পাটওয়ারীকে বেশ ভাগ্যবান বলা যেতে পারে। খুব বেশি দিন হয়নি বাংলাদেশ জাতীয় দলে নাম লিখিয়েছেন। দেশের জার্সিতে খেলেছেন মোটে সাতটি ম্যাচ। তাতেই জায়গা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ১৫ সদস্যের দলে জায়গা হয়েছে তরুণ এই ক্রিকেটারের। এত অল্প দিনে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন শামীম।
চলতি বছর ২৩ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় শামীম হোসেনের। ওই ম্যাচে ১৩ বলে ২৯ রানের ছোট্ট ইনিংস খেললেও, নিজের ব্যাটিং স্টাইল দিয়ে মুগ্ধ করেছিলেন তিনি। এরপর থেকে দলের সঙ্গেই রাখা হয়েছে তাঁকে। নিউজিল্যান্ড সিরিজে মাত্র এক ম্যাচে খেলা হলেও দলে ছিলেন তরুণ এই ব্যাটসম্যান। এবার তাঁর জায়গা হয়ে গেল বিশ্বকাপ দলেও।
গতকাল সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসে গণমাধ্যমকে শামীম বলেন, 'নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। টানা তিনটা সিরিজ জিতলাম, পাশাপাশি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছি। ইনশাআল্লাহ বিশ্বকাপে আমরা অনেক আশাবাদী যে ভালো কিছু করব।'
বিশ্বকাপ খেলতে যাওয়ার রোমাঞ্চ নিয়ে শামীম বলেন, ‘এখানে অনেক বড় বড় খেলোয়াড়রা থাকবেন। আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে। যেহেতু আমি প্রথমবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছি, আমি এখনও ওইভাবে বিশ্বকাপে আমার লক্ষ্য ঠিক করিনি। দলের সাথে যাচ্ছি, এটাই আমার কাছে বড় কিছু। সিনিয়রদের কাছে অনেক কিছু শেখার আছে।'
শামীম আরো বলেন, ‘বিশ্বকাপে উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। আপনারা দেখেছেন এখানে এবারের উইকেটটা একটু ভিন্ন ছিল। বিশ্বকাপের উইকেটটা কিন্তু ভালো হওয়াটাই স্বাভাবিক। আমাদের সিনিয়র ক্রিকেটাররা আছেন, আমি অনেক আশাবাদী উনারা ওখানে অনেক ভালো করবেন। যদি দেখেন, আমাদের মূল ব্যাটসম্যানরা কিন্তু সফল হতে পারেননি এখানে। তো ওখানে সবাই ভালো করবে ইনশাআল্লাহ।'