নেইমারদের ছেড়ে যাওয়ার ঘোষণা দিলেন তিতে
নেইমারদের সঙ্গে আর বেশি দিন থাকছেন না ব্রাজিলের কোচ লিওনার্দো বাচ্চি তিতে। কবে ব্রাজিল দলের দায়িত্ব ছাড়বেন সেই সময় জানিয়ে দিলেন ছয় বছর ধরে দায়িত্ব পালন করা তিতে। কাতার বিশ্বকাপের পরই নেইমারদের দায়িত্ব ছাড়বেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ।
২০১৬ সালে কার্লোস দুঙ্গা ছাঁটাই হওয়ার পর ব্রাজিলের কোচের ভূমিকায় আসেন তিতে। এই সময়ে দলকে বিশ্বকাপ জেতাতো না পারলেও খুব একটা খারাপ করেনি ব্রাজিল। ২০১৮ বিশ্বকাপে তাঁর অধীনেই ব্রাজিল কোয়ার্টার ফাইনাল খেলেছে। জিতেছে ২০১৯ সালের কোপা আমেরিকা। এ ছাড়া ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালেও উঠেছে ব্রাজিল। তবে এবার ব্রাজিল দলে নিজের শেষটা দেখছেন তিনি। তাই বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন এই কোচ।
ব্রাজিলিয়ান টিভি চ্যানেল স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিতে বলেছেন, ‘আমি বিশ্বকাপ পর্যন্তই আছি। এখানে মিথ্যা বলার কিছু নেই। শুধু বিশ্বকাপটা ছাড়া আমার আর কিছু জেতা বাকি নেই।’
নেইমারদের কোচ আরো বলেন, ‘এখন আমি নিজের কাজে মনোযোগী। আমি জানি ফুটবলে একটা চক্র থাকে, তাই এই পদে (ব্রাজিল কোচ) আসতে পারাটা আমার জন্য অনন্য সুযোগ, যেখানে আরও অনেক উঁচু মানের পেশাদার লোকেরা ভালো কাজ করছেন।’