ফিক্সিং করে নিষিদ্ধ দুই ক্রিকেটার
ভারতীয় জুয়াড়িদের কাছ থেকে টাকা নিয়ে ম্যাচ ফিক্সিং করার অভিযোগে নিষিদ্ধ হলেন সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটার। আট বছর সব ধরনের ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে তাঁদের। আইসিসি এক বার্তায় বিষয়টি জানিয়েছে।
আরব আমিরাতের আমির হায়াত ও আশফাক আহমেদ নিষিদ্ধ হন। আইসিসি জানিয়েছে, পেসার আমির হায়াত এবং ব্যাটসম্যান আশফাক আহমেদকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আট বছরের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হবে তাঁদের।
পাঁচ দফা দুর্নীতির বিধি ভেঙেছেন বলে অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে এই দুই ক্রিকেটার টাকা নিয়ে ম্যাচ ফিক্সিং করেছিলেন বলে অভিযোগ ওঠে।
‘মিস্টার ওয়াই’ নামের এক ভারতীয় বুকি দুজনকে চার হাজার মার্কিন ডলার করে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ ওঠার পরই তদন্ত করে আইসিসি। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর দুই ক্রিকেটারকে দোষী করে। তখন থেকেই তাঁদের নিষিদ্ধ করে রাখা হয়েছিল।
আরব আমিরাত ক্রিকেট বোর্ড আগেই নিষিদ্ধ করেছে আশফাককে। দুজনেই পাকিস্তানি বংশোদ্ভূত।
যে পাঁচটি ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে তা হলো, অর্থ বা উপহারের বদলে ম্যাচের ফলে প্রভাবিত করা। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা আইসিসির দুর্নীতি দমন শাখাকে না জানানো। যে কোনো ধরণের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেও তা অ্যান্টি কোরাপশন ইউনিটকে না জানানোর অভিযোগও রয়েছে দুই ক্রিকেটারের বিরুদ্ধে।