সব ধরনের ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
সময়টা মোটেও ভালো যাচ্ছে না অলরাউন্ডার সাকিব আল হাসানের। একে তো জাতীয় দলে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর ওপর এবার অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে সাকিবের বোলিং নিষিদ্ধ করল আইসিসি। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ রোববার (১৫ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, সাকিব যেহেতু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে সব প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন। ফলে সাকিব বাংলাদেশের বাইরে ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে যেহেতু দেশে ফিরতে পারছেন না সাকিব, তাই বাংলাদেশের ঘরোয়া লিগগুলোতেও তার খেলার তেমন কোনো সম্ভাবনাই নেই।
আইসিসির সন্দেহজনক ও ত্রুটিপূর্ণ বোলিং বিষয়ক নীতিমালার ১১.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি একজন বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে।’
এই নিষেধাজ্ঞা ইংল্যান্ডের একটি আইসিসি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে পরিচালিত মূল্যায়নের ফলের ভিত্তিতে আরোপ করা হয়েছে। অ্যাকশন শুধরে সাকিবকে আবারও পরীক্ষায় উতরে তবেই বোলিংয়ে ফিরতে পারবেন। তবে এ সময় তিনি শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবেন।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব। তখনই তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। গত ২ ডিসেম্বর ইংল্যান্ডে অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। ১০ ডিসেম্বর ইসিবি জানায়, তার বোলিংয়ে ত্রুটি পাওয়া গেছে।