ফিলিস্তিনের কাছে বাংলাদেশের হার
তিন জাতির আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় ফিলিস্তিনের কাছে হেরেছে বাংলাদেশ। ম্যাচে ২-০ গোলে হেরেছে লাল-সবুজের দল।
আজ রোববার কিরগিজস্তানের বিশকেকে স্পার্তাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ কোনোভাবেই পেরে ওঠেনি ফিলিস্তিনের সঙ্গে। পুরো ম্যাচে প্রাধান্য দেখিয়ে জয় তুলে নেয় ফিলিস্তিন।
আগের ম্যাচে স্বাগতিক কিরগিজস্তানে সঙ্গে ১-০ গোলে হেরেছিল ফিলিস্তিন। তবে সেই ম্যাচে প্রতিপক্ষকে ঘাম ছুটিয়ে দেয় তারা। প্রতিযোগিতায় প্রথম জয় পায় ফিলিস্তিন।
ফিলিস্তিন প্রথমে এগিয়ে যায় ম্যাচের ৩৪ মিনিটে। মাহমুদ ইদের চিপে লেইথ খারৌব লক্ষ্যভেদ করেন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
বিরতির পর ফিলিস্তিন আরও আক্রমণাত্মক ফুটবল খেলে। তাই দ্বিতীয় গোলের দেখা পেতে খুব একটা সময় লাগেনি। ৪৬ মিনিটে মাহমুদ ইদের ক্রসে ইয়াসের হামদ হেডে ব্যবধান দ্বিগুণ করেন।
২০১৮ ও ২০২০ সালে ফিলিস্তিনের কাছে ঘরের মাঠে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আগামী মঙ্গলবার স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।