বাংলাদেশের পারফরম্যান্সে ক্ষুব্ধ সাবেক ক্রিকেটাররা
কলকাতার ইডেন গার্ডেনসে গোলাপি বলের দিবারাত্রির টেস্ট ম্যাচ নিয়ে উত্তেজনার কমতি ছিল না। কিন্তু ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যর্থতার সামনে ম্লান হয়ে গেল গোলাপি বল নিয়ে সব আয়োজন। ব্যাটিং বিপর্যয়ের দিনে শুরু থেকেই উইকেট বিলিয়ে চাপকে সঙ্গী করেছেন মুমিনুলরা। আর এ অবস্থায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। ক্ষোভ জানিয়েছেন ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়েও।
ম্যাচের পর কথা হয় বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের সঙ্গে। তাঁদের মধ্যে সৈয়দ আশরাফুল হক মনে করছেন, বাংলাদেশ দলের অবস্থান পেছনের দিকে চলে যাচ্ছে। তিনি ক্ষোভ জানিয়ে বললেন, ‘আমাদের ক্রিকেট সামনের দিকে না এগিয়ে পেছন দিকে যাচ্ছে। ২০ বছর হয়ে গেল টেস্ট স্ট্যাটাস পাওয়ার, আর আমরা ১০৬ রানে অলআউট। এরকম একটা অবস্থা, কী করা যাবে?’
অন্যদিকে সাবেক ক্রিকেটার মাজহারুল হক তান্না দুষছেন এই টেস্ট ম্যাচে বাংলাদেশের সিলেকশনকে। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেটে নতুন করে খেলোয়াড় বের করা যাচ্ছে না বলেও মনে করছেন তিনি। মাজহারুল বলেন, ‘প্রক্রিয়াটা দুর্বল, নতুন প্লেয়ার বের হচ্ছে না। সিলেকশনও দুর্বল। দুই ব্যাটসম্যান চলে গেছেন, লিটন একজন ওপেনিং ব্যাটসম্যান, ওকে সাত নম্বরে নামায়, এটা কি ডান্ডাগুলি খেলা নাকি? এটা টেস্ট ম্যাচ। এটা এমন খেলা না যে, কেউ খেলবে, তারপর নতুন বল আসলে লিটন আসবে, তোমার দলে এমন ব্যাটিং নাই। মাহমুদউল্লাহ একদমই অফ ফর্মে, কেন তিনি খেলছেন আমি জানি না।’
অন্যদিকে ভিন্ন কথা বলছেন ভারতীয় ক্রীড়া সাংবাদিক দেবাশীষ দত্ত। এই টেস্টে বাজে পারফরম্যান্স হলেও বাংলাদেশ এর চেয়ে ভালো দল বলে মনে করছেন তিনি। তবে গোলাপি বলে খেলা হওয়ায় শুরু থেকেই বাংলাদেশ অনেকটা ভীত ছিল বলে ধারণা এই ক্রীড়া সাংবাদিকের। তিনি বলেন, ‘বাংলাদেশকে যতটা খারাপ ব্যাটিং করতে দেখা গেল, ততটা খারাপ দল কিন্তু বাংলাদেশ নয়। শুধুমাত্র একটা ভীতি, এর কারণ হলো, ইডেনে গোলাপি বলের টেস্ট হচ্ছে। প্রথমেই দেখা গেছে, ব্যাটসম্যানরা ক্রিজের বাইরে নিয়ে পাকে ব্যবহার করতে পারল না। লিটন দাস একটু চেষ্টা করেছিলেন, কিন্তু মাথায় চোট পেয়ে হাসপাতালে চলে যেতে হয়েছে। কিন্তু আরেকটু যদি সাহস করে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতেন। অনেক খারাপ বলেও কিন্তু আউট হয়েছে।’
এদিকে ক্রিকেট বিশ্লেষকরা নিজেদের বিশ্লেষণে বিভিন্নভাবে বাংলাদেশের পারফরম্যান্সকে তুলে ধরছেন। কেউ মনে করছেন ভালো ব্যাটসম্যান থাকা সত্ত্বেও চাপকে সামলাতে পারেননি তাঁরা। কেউ মনে করছেন, বাংলাদেশের দুই সেরা ব্যাটসম্যান সাকিব-তামিম থাকলে ম্যাচের অবস্থা এতটা খারাপ হতো না। কেউবা মনে করছেন, গোলাপি বলে শুরু থেকেই যে উত্তেজনা কাজ করছিল, তা গিয়ে পড়েছে ব্যাটসম্যানদের ঘাড়েও। আর এই গোলাপি বলের চাপ সামলাতে গিয়ে একে একে ফিরেছেন সাজঘরে।
গতকাল শুক্রবার ইডেন টেস্টে ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে সামনে প্রথম ইনিংসে ১০৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। শেষ সেশনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৭৪ রানে প্রথম দিন শেষ করেছে ভারত। দিন শেষে উইকেটে ছিলেন বিরাট কোহলি (৫৯) ও অজিঙ্কা রাহানে (২৩)। সাত উইকেট হাতে নিয়ে ভারতের লিড ৬৮ রানের।

নিজস্ব প্রতিবেদক