বিশ্বকাপের আগে ঘানা-তিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল
বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই। চলতি বছর নভেম্বরে মাঠে গড়াবে ফুটবলের বৈশ্বিক লড়াই। মূল টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে খবরটি জানানো হয়েছে। তারা জানিয়েছে, আগামী ২৩ ও ২৭ সেপ্টেম্বর হবে ম্যাচ দুটি। তবে ম্যাচ দুটির ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। তবে ম্যাচটি ইউরোপের কোনো ভেন্যুতেই হবে।
আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে খেলার কথা ছিল ব্রাজিলের। কিন্তু সেই ম্যাচটি না খেলে তারা ইউরোপের মাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগ্রহী ছিল। অবশেষে সেটাই হলো।
মূলত এই ম্যাচ দুটির পারফরম্যান্স দেখেই বিশ্বকাপের দল বাছাই করবে ব্রাজিল। আগামী ৯ সেপ্টেম্বর ম্যাচ দুটির জন্য দল ঘোষণা করার কথা ব্রাজিল কোচ তিতের।
বিশ্বকাপের বাছাই পর্বের লাতিন অঞ্চল থেকে গ্রুপ সেরা হয়ে মূল পর্ব নিশ্চিত করে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা রানার্সআপ হয়ে কাতারের টিকেট নিশ্চিত করে।
আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু এবারের বিশ্বকাপ। কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপে খেলবে ব্রাজিল। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। অন্যদিকে ‘সি’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। একই গ্রুপে তাদের প্রতিদ্বন্দ্বী মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব।