ব্রাজিলের দুঃসংবাদ হলেও আর্জেন্টিনার জন্য সুসংবাদ
বিষয় একই, ঊরুতে চোট। একজন ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপে কুতিনহো, আরেকজন আর্জেন্টিনার ফরওয়ার্ড পাওলো দিবালা। ব্রাজিলের কুতিনহো অনুশীলনের সময়ে এবং আর্জেন্টিনার দিবালা পেনাল্টি নেওয়ার সময়ে ঊরুতে চোট পান।
দিবালা সুস্থ হয়ে ফিরলেও কুতিনহো ঠিক হতে লাগবে দুই মাসের বেশি সময়। এ খবর ব্রাজিলের জন্য দুঃসংবাদ এবং আর্জেন্টিনার জন্য সুসংবাদ নিয়ে এসেছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করবেন ১৩ নভেম্বর। তার আগেই চোটে পড়া পাওলো দিবালা প্রায় সুস্থ হয়ে উঠেছেন।
এর আগে রোমা কোচ জোসে মরিনিও বলেছিলেন, ‘আমার যে অভিজ্ঞতা আর দিবালার কাছে যা শুনেছি, মনে হচ্ছে এ বছর আর তাকে মাঠে দেখা যাবে না।’ তবে এ শঙ্কা কাটিয়ে দল ঘোষণার আগ মুহূর্তে সুস্থ হয়ে উঠেছেন দিবালা।
মরিনিও জানিয়েছেন, ‘দিবালা বিশ্বকাপ খেলতে চায়। ওর চোটের অবস্থার উন্নতি ঠিকঠাকভাবে চললে আগামী রোববারই তুরিনোর বিপক্ষে মাঠে নামতে পারবে।’
এদিকে ওই ম্যাচের দিনই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা করার কথা রয়েছে। দিবালা সুস্থ হয়ে ওঠায় আর্জেন্টিনা শিবিরে মিলেছে স্বস্তির হাওয়া।
এবারের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার রয়েছে ‘সি’ গ্রুপে। আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে তাদের খেলা শুরু হবে। আর্জেন্টিনার অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।
অন্যদিকে অনুশীলনের সময়ে ঊরুর পেশিতে চোট পেয়ে ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপে কুতিনহো বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তাঁর পরিবর্তে বিশ্বকাপে জায়গা পেতে পারেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোতে খেলা ৩৩ বছর বয়সি এভারটন রিবেইরো। এ বছরের শুরুতে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন কুতিনহো। সম্প্রতি কুতিনহোর ফর্ম ভালো যাচ্ছিল না।
ব্রাজিলের খেলা শুরু হবে আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে। ব্রাজিল রয়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপের অপর দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড (২৮ নভেম্বর) ও ক্যামেরুন (২ ডিসেম্বর)।