ভারতের কাটা ঘায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নুনের ছিটা

Looks like you've blocked notifications!
পাকিস্তান ও ইংল্যান্ড ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিদায় নিয়েছে ভারত। এতে ভারতীয়দের মন খারাপ হওয়া স্বাভাবিক। কিন্তু তাদের সেই কাটা ঘায়ে যেন নুনের ছিটা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ভারত হারার পরপরই আনন্দে উচ্ছ্বসিত হয়ে টুইট করেছেন তিনি। আর সেটি দেখেই রেগে অগ্নশর্মা ভারতীয়রা। ক্ষুব্ধ হয়ে টুইটারেই পাকিস্তানি প্রধানমন্ত্রীকে নানা কটূক্তি করতে দেখা গেছে অনেককে।

প্রথম সেমিফাইনাল জিতে আগেই বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। কিন্তু লজ্জাজনক হারে সেমিফাইনাল থেকেই ছিটকে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। ফলে পাকিস্তানিদের মনে আজ যেন ঈদের আনন্দ। আর সেই জোয়ারেই গা ভাসিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পাকিস্তানি প্রধানমন্ত্রী ছোট্ট এক টুইটে বলেছেন, ‘তাহলে এই রোববার ১৫২/০ বনাম ১৭০/০ (দলের ফাইনাল হবে)।’ টুইটে পাকিস্তান ও ইংল্যান্ডের জাতীয় পতাকার ইমোজি ব্যবহার করেছেন তিনি, সেই সঙ্গে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্যাগ।

শাহবাজের টুইটে যথারীতি মজেছেন পাকিস্তানি নেটিজেনদের একাংশ। তবে সমালোচনাও করেছেন কেউ কেউ। একজন বলেছেন, পাকিস্তানের সাধারণ জনগণ কিন্তু ট্রল দেখে ভোট দেয় না।

কিন্তু সবচেয়ে বেশি তিক্ত ও কুরুচিকর মন্তব্য দেখা গেছে ভারতীয় অ্যাকাউন্টধারীদেরই। অনেকেই পাকিস্তানকে বাচ্চা, ভিখারি, পশু প্রভৃতির সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছেন।

১৫২/০ বলতে কী বুঝিয়েছেন শাহবাজ?

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেট হেরেছিল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫১ রান তুলেছিল টিম ইন্ডিয়া। ৪৯ বলে ৫৭ রান করেছিলেন ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি। ৩০ বলে ৩৯ রান করেছিলেন ঋষভ পান্ত।

১৭.৫ ওভারেই সেই রান তাড়া করে জিতে গিয়েছিল পাকিস্তান। ৫৫ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান। আর ৫২ বলে ৬৮ রান করে অপরাজিত ছিলেন বাবর আজম। পাকিস্তান করেছিল বিনা উইকেটে ১৫২ রান। সেটাই পুরুষদের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম জয় ছিল।

সেই হারের পর বৃহস্পতিবার অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে গিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৬৮ রান করেন রোহিত শর্মারা। ৪০ বলে ৫০ রান করেন বিরাট। ৩৩ বলে ৬৩ রান করেন হার্দিক পান্ডিয়া।

জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভারেই কোনও উইকেট না হারিয়ে সেই রান তুলে নেয় ইংল্যান্ড (১৬ ওভারে বিনা উইকেটে ১৭০ রান)। ৪৯ বলে ৮০ রানে অপরাজিত থাকেন জস বাটলার। আর ৪৭ বলে ৮৬ রানে অপরাজিত ছিলেন অ্যালেক্স হেলস।