ভারতের বিপক্ষে এক গোলে পিছিয়ে বাংলাদেশ
শক্তি-সামর্থ্যে অনেকটাই এগিয়ে ভারত। সাফ চ্যাম্পিয়নশিপে এই দলটির বিপক্ষে সাফল্যের আশায় ছিল বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধে ভারতকে আটকে রাখতে পারেনি লাল-সবুজের দল। প্রথম ৪৫ মিনিট শেষে এক গোলে পিছিয়ে বাংলাদেশ।
ম্যাচের ২৬ মিনিটে ভারতকে এগিয়ে দেন অভিজ্ঞ স্ট্রাইকার সুনীল ছেত্রী। উজ্জান্ত সিংয়ের ক্রসে সুনীল চমৎকার শটে লক্ষ্যভেদ করেন।
অবশ্য ১১ মিনিটে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। ইব্রাহিমের ক্রসে মতিন মিয়া পা ছোঁয়ালেই গোল হতে পারত। কিন্তু এক ভারতীয় ডিফেন্ডার রক্ষা করেন।
২৭ মিনিটে মতিন মিয়ার ব্যাক পাসে বিপলু আহমেদের শট সাইডবার ঘেষে বল বাইরে চলে যায়।
ম্যাচে বাংলাদেশ সবচেয়ে সহজ সুযোগটা নষ্ট করে ৪০ মিনিটে। চার জন ফুটবলার এক সঙ্গে আক্রমণে গিয়েও পারেনি গোল আদায় করতে।
তবে ৭৬টি আন্তর্জাতিক গোল করা সুনীল ছেত্রী এদিনও বাংলাদেশের বিপক্ষে উজ্জ্বল ছিলেন। বাংলাদেশের বিপক্ষে এটি তাঁর ষষ্ঠ গোল।
বাংলাদেশের একাদশ : আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, তারিক রহমান কাজী, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, রাকিব হোসেন, মতিন মিয়া ও সাদ উদ্দিন।