মোটর রেসিংয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের অভিক

মালয়েশিয়ায় ফর্মুলা ওয়ান রেসে ইতিহাস গড়লেন বাংলাদেশি রেসার অভিক আনোয়ার। মালয়েশিয়া চ্যাম্পিয়নশিপ সিরিজ- ২০২৩ এ প্রথম রাউন্ডের দ্বিতীয় রেস সবার আগে শেষ করেছেন তিনি।
আজ রোববার (৭ মে) মালয়েশিয়ার সিপাং ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে শীর্ষে ওঠেন অভিক।
অভিক আজ শুরু করেন গ্রিড ২ থেকে। ২২টি ল্যাপ সম্পন্ন করতে এক ঘণ্টার চেয়ে অল্প কিছু সময় বেশি লেগেছে অভিকের। পেছনে ফেলেছেন ৫০ এর বেশি প্রতিযোগীকে। রেস শেষ করার পথে এদিন একটি রেকর্ড গড়েন তিনি। ২২ ল্যাপ এর মধ্যে চারটি ল্যাপ শেষ করতে তিনি সময় নেন মাত্র দুই মিনিট ২৮ সেকেন্ড।
এর আগে গতকাল প্রথম রাউন্ডের রেস টুতে দ্বিতীয় হয়েছিলেন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা বহন করা এই তারকা।গতকাল শনিবার (৬ মে) ও আজ, এই দুদিনব্যাপী চলে প্রতিযোগিতাটি।
টুর্নামেন্টে অংশ নেওয়া আরেক বাংলাদেশি আইমান সাদাত প্রতিযোগিতায় নবম স্থান অর্জন করেন। ২১ বছর বয়সী আইমানের এটি প্রথম কোনো বৈশ্বিক এফ ওয়ান টুর্নামেন্ট।