টস হেরে ব্যাটিংয়ে চট্টগ্রাম রয়্যালস
ছন্দে আছে দুদলই। চার ম্যাচ শেষে তিনটি করে জয় তাদের। একদল পয়েন্ট টেবিলের শীর্ষে, আরেক দল দুইয়ে। বিপিএলে আজ সোমবার (৫ জানুয়ারি) দুদলের সামনেই সুযোগ শীর্ষে থাকার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ চট্টগ্রাম রয়্যালস মোকাবিলা করবে রংপুর রাইডার্সের। টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর।
চট্টগ্রামের জন্য ম্যাচটি আজ অনেকটা প্রতিশোধের। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে গত ২৯ ডিসেম্বর রংপুরের মুখোমুখি হয়েছিল তারা। সেদিন ৭ উইকেটে জিতেছিল রংপুর। চট্টগ্রাম তাই চাইবে প্রতিশোধ নিতে।
রংপুরের চাওয়া ম্যাচ জিতে শীর্ষে ওঠা। চট্টগ্রামের সমান জয় হলেও নেট রানরেটে পিছিয়ে তারা। আজ জিতলে সমীকরণ ছাড়াই সবার ওপরে উঠবে রংপুর। এমন সুযোগ নিশ্চয়ই হারাতে চাইবে না সোহান-মুস্তাফিজরা।
গতকাল মাঠে নেমেছিল দুদলই, পেয়েছে জয়। চট্টগ্রাম হারায় সিলেট টাইটান্সকে। রংপুর জেতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। বলা যায়, ফুরফুরে মেজাজেই শীর্ষস্থানের লড়াইয়ে নামছে দুদল।

স্পোর্টস ডেস্ক