রেকর্ড বই থেকে আর্জেন্টিনা ও ফ্রান্স
বিশ্ববাসীর চোখ এখন ক্যালেন্ডারের পাতায় আর ঘড়ির কাঁটায়। কাতার বিশ্বকাপের শেষের কাউন্টডাউন চলছে। আগামীকাল রোববার রাত ৯টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। দুই দলই নামবে তৃতীয় শিরোপা জয়ের মিশনে।
এর আগে চলুন একটু পরিসংখ্যানের আলোকে ঘুরে আসা যাক দল দুটির রেকর্ড থেকে…
• বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবার দেখা হয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্সের। দুইবার জয়ের মুখ দেখেছে আর্জেন্টিনা। ফ্রান্স জিতেছে একটিতে সর্বশেষ বিশ্বকাপের শেষ ষোলোতে ৪-৩ গোলে। এ ছাড়া দুদল সার্বিকভাবে পরস্পরের মুখোমুখি হয়েছে ১২ বার। যেখানে আর্জেন্টিনার জয় ৬টি। ফ্রান্স জিতেছে ৩ ম্যাচ। বাকি তিনটি ড্র।
• বিশ্বকাপে এটি আর্জেন্টিনার ষষ্ঠ ফাইনাল। ফ্রান্স খেলছে চতুর্থবারের মতো। উভয় দল চ্যাম্পিয়ন হয়েছে দুই বার করে। আর্জেন্টিনা শিরোপা জয়ের স্বাদ পায় ১৯৭৮ ও ১৯৮৬ সালে। ফ্রান্স ১৯৯৮ সালের পর দ্বিতীয় শিরোপা জেতে গত আসরে।
• চলতি বিশ্বকাপে এখন অবধি বিপক্ষের জালে আর্জেন্টিনার বল জড়িয়েছে ১২ বার। এক আসরে তাদের সর্বোচ্চ গোল ১৪টি। এটি আসে ১৯৮৬ সালে সর্বশেষ বিশ্বজয়ী আসরে।
• আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৬ ম্যাচ জয়ের পর বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারে আর্জেন্টিনা। এরপর আবার জয়টাকে অভ্যাস করে নেয়। সব মিলিয়ে সর্বশেষ ৪২ ম্যাচে একটিই হার তাদের। জিতেছে ২৯ ম্যাচ, ড্র ১২টি।
• ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে ব্রাজিল টানা ফাইনাল খেলে। এরপর প্রথম দল হিসেবে টানা দুইটি বিশ্বকাপের ফাইনাল খেলছে ফ্রান্স। ইতালি ও ব্রাজিলের পর ইতিহাসের তৃতীয় দল হিসেবে টানা দুবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ফরাসিদের সামনে। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল টানা দুই শিরোপা জেতে।
• চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি করে গোল করেছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। গত আসরে এমবাপ্পের গেল ছিল চারটি। বিশ্বকাপে দুই আসরে ১৩ ম্যাচ খেলে এমবাপ্পের গোলসংখ্যা ৯টি। অন্যদিকে, পাঁচটি বিশ্বকাপে ২৫ ম্যাচ খেলা মেসির গোল ১১টি। ফাইনালে এক গোল করলে বসবেন কিংবদন্তি পেলের পাশে।
• ফাইনালে মাঠে নামলে মেসি হবেন এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ ম্যাচ খেলা তারকা। জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউসের সঙ্গে যৌথভাব শীর্ষে আছেন মেসি। দুজন খেলেছেন ২৫টি করে ম্যাচ। ২৫ ম্যাচে মেসির গোল ১১, যা কি-না আর্জেন্টাইন হিসেবে সর্বোচ্চ।
• ফ্রান্স অধিনায়ক৷ ও গোলরক্ষক হুগো লরিসকে ডাকছে প্রথম অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের সম্ভাবনা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফরাসিরা শিরোপা জিতেছিল তার নেতৃত্বেই। এ ছাড়া, ফাইনালে নামলেই বিশ্বকাপে গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা এককভাবে লরিসের হয়ে যাবে। এখন যৌথভাবে শীর্ষে আছেন জার্মান গোলরক্ষক মানুয়েল নয়্যারের সঙ্গে। দুজনই খেলেছেন ১৯ ম্যাচ।