শিরোপার আরো কাছে ইমরুলের শেখ জামাল
ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ সময় পার করছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রাউন্ড রবিন লিগে মাত্র একটি ছাড়া বাকি সবগুলোতে জিতেছে তারা। এবার সুপার লিগও শুরু করেছে জয় দিয়ে। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
লিগে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে সুপার লিগ নিশ্চিত করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ সুপার লিগের প্রথম জয়ে মোট ২০ পয়েন্ট হলো ক্লাবটির। সুপার লিগে চার ম্যাচে দুটিতে জিতলেই প্রথমবার ঢাকা লিগের শিরোপা জিতবে ইমরুল কায়েসের দল। তাদের পর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
আজ সোমবার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে স্কোরবোর্ডে ৫ উইকেটে ২৭১ রান তোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলের পক্ষে দারুণ খেলেন নুরুল হাসান সোহান ও পারভেজ রাসুল। দুজনেই খেলেন সমান ৭৩ রানের ইনিংস করে। এ ছাড়াও ৫৮ রানের ইনিংস উপহার দেন রবিউল ইসলাম রবি।
এই রান তাড়া করতে নেমে ১৯৯ রানেই অলআউট হয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। রান তাড়ায় শুধু ধ্রুব খেলেন ৫৫ রানের ইনিংস। ভারতীয় এ ব্যাটসম্যান বাদে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন ফরহাদ হোসেন। আকবর আলী ১৪, আল-আমিন ৪ রান করেন। বাকিরা ব্যর্থ হন।
ব্যাটিংয়ে দারুণ করার পর স্পিনার পারভেজ রসুল বোলিংয়েও নেন তিন উইকেট নেন। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতে। এ ছাড়া ইবাদত হোসেন তিনটি ও মৃত্যুঞ্জয় দুটি উইকেট নেন।