শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া বাংলাদেশের
ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নিয়েছিলেন মোহাম্মদ ইব্রাহিম। তবে এই স্বস্তি ম্যাচের শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না বাংলাদেশ ফুটবল দল। শেষ মূহর্তে গোল করে বাংলাদেশকে জয় থেকে বঞ্চিত করল আফ্রিকার দেশ সিশেলস।
শ্রীলঙ্কায় ড্র দিয়েই ‘প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে’ ট্রফিতে নিজেদের যাত্রা শুরু করে বাংলাদেশ ফুটবল দল। চার জাতির এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সিশেলসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লাল-সবুজের দল।
ম্যাচটি হওয়ার কথা ছিল গত সোমবার। কিন্তু বৃষ্টির কারণে সেদিন মাঠে গড়ানো সম্ভব হয়নি। এরপর দুদফায় পিছিয়ে আজ নিজেদের মিশন শুরু করে বাংলাদেশ ফুটবল দল।
আজ বুধবার কলম্বোর রেসকোর্স ম্যাচের শুরুতেই দাপট দেখায় বাংলাদেশ। বল দখলেও এগিয়ে ছিল লাল-সবুজের দল। তবে শুরুর দিকে সিশেলসের গোলরক্ষকের বাধা কাটাতে পারেননি সুমন ও ইব্রাহিমরা।
আক্রমণে ধার বাড়িয়ে সপ্তদশ মিনিটে অবশেষে বাংলাদেশকে এগিয়ে নেন মোহাম্মদ ইব্রাহিম। নিজেদের ডি-বক্স থেকে লং পাস নেন টুটুল হোসেন বাদশা। সেখান থেকে বল পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন ইব্রাহিম।
এগিয়ে যাওয়ার কিছুক্ষণবাদেই ব্যবধান দ্বিগুণ করতে পারত বাংলাদেশ। ডানদিক থেকে আক্রমণে ওঠা সাদউদ্দিন প্রতিপক্ষের ডি-বক্সে ক্রস বাড়ান। কিন্তু সাদের বাড়ানো ক্রসে মাথা ছুঁয়েও ঠিকানায় পাঠাতে পারেননি সুমন। ৩০ মিনিটের মাথায় জামাল ভূঁইয়ারও একটি শট আটকে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। এরপর বিরতির আগে আর কোনো গোল পায়নি বাংলাদেশ।
বিরতির পরপরও তেমন সুযোগ আর তৈরি করতে পারেনি বাংলাদেশ। মাঝে খেলোয়াড়ও কিছু বদলি করা হয়। ৭৬ মিনিটে সুমনকেও তুলে নেন বাংলাদেশ কোচ। কিন্তু কোনো সাফল্য মেলেনি। উল্টো শেষ দিকে গোল খেয়ে বসে বাংলাদেশ। ম্যাচের ৮৭ মিনিটে গোল করে সিশেলসকে সমতায় ফেরান রশিদ ড্যান ল্যাবরোস। ফলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।