সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়ালের হতাশা
দুই গোল করে ম্যাচের শুরুতেই নিয়ন্ত্রণ নিয়ে নেয় ম্যানচেস্টার সিটি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জমিয়ে তোলে রিয়াল মাদ্রিদ। কিন্তু, জিততে পারেনি। শেষ দিকে আরেকটি গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।
নিজেদের মাঠে এদিন ম্যাচের শুরুতেই ম্যানচেস্টার সিটিকে লিড এনে দেন কেভিন ডে ব্রুইনে। এরপর ব্যবধান দ্বিগুণ করেন গাব্রিয়েল জেসুস। দুইধাপে পিছিয়ে পড়ার পর রিয়ালের হয়ে বেনজেমা একটি গোল শোধ দিয়ে আশা জাগালেও আবারও এগিয়ে যায় ম্যানসিটি।
জমে ওঠা ম্যাচে ফের ব্যবধান কমায় রিয়াল মাদ্রিদ। গোল করে দলকে সমতায় ফেরান ভিনিসিউস জুনিয়র। তাতেও স্বস্তি ফেরেনি। ফিল ফোডেনের হেডে ফের এগিয়ে যায় সিটি। এত রোমাঞ্চ ভরা ম্যাচে আরেকটি গোল করে স্কোরলাইন ৪-২ করেন বের্নার্দো সিলভা। শেষ দিকে করিম বেনজেমা সফল স্পট কিক করলেও দলকে বাঁচাতে পারেননি। হার নিয়েই মাঠ ছাড়তে হলো রিয়াল মাদ্রিদকে। ইউরোপসেরা প্রতিযোগিতাটিতে এ নিয়ে টানা তিন বার রিয়ালকে হারাল সিটি।
আগামী বুধবার ফিরতি লেগে নিজেদের মাঠে ম্যানসিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে ব্যবধান ধরে রেখে ফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ম্যানসিটি। অন্যদিকে, নিজেদের মাঠে ম্যানসিটিকে হারিয়ে ফাইনালে যেতে মরিয়া কার্লো আনচেলত্তির দলও।