সাফের ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আজ বুধবার নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
ম্যাচটিতে একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ। মালদ্বীপ ম্যাচে কার্ডের জন্য ছিলেন না উইঙ্গার রাকিব হোসেন ও ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তারা দুজনই এই ম্যাচে ফিরেছেন। তাঁরা ফেরায় বাদ পড়েছেন আগের ম্যাচে খেলা সোহেল রানা।
এ ছাড়া দুই কার্ডের জন্য এই ম্যাচ নিষেধাজ্ঞায় আছেন ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে ফেরা ২ জনের সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন ঘরোয়া লিগে দেশি ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা সুমন রেজা।
আজ একাদশের বাইরে আছেন মতিন মিয়া। গত ম্যাচে একাদশে খেলা রহমত মিয়ার বদলে টুটুল হোসেন বাদশা একাদশে ফিরেছেন। বাদশা গত তিন ম্যাচ খেলেননি।
নতুন কোচ অস্কার ব্রুসনের অধীনে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে দারুণ মিশন শুরু করে বাংলাদেশ ফুটবল দল। এরপর রুখে দেয় শক্তিশালী ভারতকে। ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের দল। তবে টানা দুই ম্যাচে অপরাজেয় থাকার আত্মবিশ্বাস নিয়েও মালদ্বীপকে থামাতে পারেনি অস্কার ব্রুসনের দল। স্বাগতিকদের কাছে চলতি আসরে প্রথম হারের তেতো স্বাদ অস্কার ব্রুসনের শিষ্যরা। তবে তাতেও শেষ হয়ে যায়নি ফাইনালের আশা। নিজেদের শেষ ম্যাচে আজ নেপালকে হারাতে পারলেই সাফের ফাইনাল নিশ্চিত করতে পারবে বাংলাদেশ ফুটবল দল। ফাইনালে উঠতে হলে জিততেই হবে বাংলাদেশকে, ড্র করলেও হবে না। তাই আজ জয় ছাড়া কিছু ভাবছেন না বাংলাদেশ কোচ।
বাফুফের পাঠানো ভিডিও বার্তায় ব্রুসন বলেন, ‘আমরা পরিকল্পনা অনুযায়ী যেভাবে খেলতে চাই, আমাদের সেভাবে খেলতে হবে। দুটি ম্যাচই সেমিফাইনাল (অন্য ম্যাচে মুখোমুখি ভারত ও মালদ্বীপ)। ৯০ মিনিটে ম্যাচ জিততে হবে। আমাদের জিততেই হবে এবং আমি আত্মবিশ্বাসী। নেপাল শক্তিশালী দল, ভালো ফুটবল খেলে; তবে আমাদেরও ভালো খেলোয়াড় আছে। বিপিএলের সেরা খেলোয়াড়রা খেলছে এই দলে।’
নেপালের বিরুদ্ধে বাংলাদেশের একাদশ: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ , টুটল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া (অধিনায়ক), ইব্রাহীম, বিপলু, সাদ উদ্দিন, রাকিব হোসেন ও সুমন রেজা।