সাফ নারী চ্যাম্পিয়নশিপ : কাল পাকিস্তানের বিপক্ষে জয় চায় বাংলাদেশ
দীর্ঘ আট বছর পর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের মাধ্যমে আন্তর্জাতিক আসরে ফিরেছে পাকিস্তানের নারী ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-০ গোলে হেরেছে তারা। প্রশ্ন এখন সেই দলটিকে কত গোলে হারাতে পারবে বাংলাদেশের মেয়েরা? গোল ব্যবধান নয়, বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটনের ভাবনায় শুধু জয় পাবার প্রত্যাশা।
আগামীকাল শনিবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় শুরু হবে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচটি।
আজ শুক্রবার আর্মড পুলিশ মাঠে দলীয় অনুশীলন শেষে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমরা ম্যাচে জেতার জন্যই খেলবো। গোল সংখ্যা কত হলো তা পরে ভাববো। আমরা পাকিস্তানের খেলা দেখেছি, সেটি বিশ্লেষণ করে সেই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি এবং আগামীকাল আমাদের খেলোয়াড়রা পরিকল্পনা অনুযায়ী খেলবে। আাশা করি ভালো ফুটবল উপহার দিতে পারব এবং জয় নিয়ে মাঠ ছাড়ব।'
তিনি বলেন, ‘আমাদের মেয়েরা নিয়মিত খেলার মধ্যেই আছে, সেটার প্রমাণ আপনারা গত ম্যাচে পেয়েছেন। মেয়েরা পুরো ৯০ মিনিট জুড়েই ভালো এবং পরিকল্পনা অনুযায়ী খেলেছে। আগামী ম্যাচেও তারা পরিকল্পনা অনুযায়ী এবং সর্বোচ্চটা দিয়েই খেলবে।’
বাংলাদেশ নারী দলের কোচ বলেন, ‘মালদ্বীপের বিপক্ষে গত ম্যাচে ফিনিশিং নিয়ে যে দূর্বলতা দেখা গিয়েছিল সেটি নিয়ে কাজ করা হয়েছে। টিম মিটিংয়েও আলোচনা হয়েছে। মাঠেও কাজ করা হয়েছে। আশা করি কাল এর প্রতিফলন দেখা যাবে। সুযোগ এলেই কাজে লাগাতে হবে এবং জয় নিয়ে মাঠ ছাড়তে হবে। টুর্নামেন্টে টিকে থাকার জন্য পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়াটা খুবই জরুরী।'
সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ২০১০ সালের এসএ গেমসের ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে জয় পেয়েছিল। ঢাকায় অনুষ্ঠিত ওই ম্যাচে সাবিনা একটি গোল করেছিলেন। বাকী গোলটি করেছেন ফারহানা।
এ দিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তানের কোচ আহমেদ শরিফ বলেন, ‘আমরা (আগের ম্যাচে) ভারতের বিপক্ষে লড়াকু মেজাজ দেখিয়েছি। মেয়েরা পরিকল্পনা অনুয়াীই খেলেছে। শেষ মুহুর্ত পর্যন্ত লড়াই করেছে। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রত্যাবর্তনের পর আমাদের লক্ষ্য হচ্ছে নিজেদের আরও পরিণত করা। তাই বাংলাদেশের বিপক্ষেও আমরা একই মেজাজে খেলব।’