হার দিয়ে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ বাছাই
বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট নিয়ে শেষ করার আশা করেছিল বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক তপু বর্মন শুনিয়েছিলেন তেমনটাই। কিন্তু সে আশা আর পূরণ হলো না। শক্তিশালী ওমানের কাছে হেরে গেল লাল-সবুজের দল। হার দিয়েই শেষ হলো ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের অভিযান।
গতকাল মঙ্গলবার কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে ওমানের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। এর আগে প্রথম দেখায়ও হেরেছিল লাল-সবুজরা। সেবার প্রথম লেগে হেরেছিল ৪-১ গোলে।
বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে খেলা বাংলাদেশ মোট আট ম্যাচের ছয়টিতেই হেরেছে। ড্র করেছে দুটিতে। দুই পয়েন্ট নিয়েই বাছাইয়ের মিশন শেষ করল জেমি ডের দল।
ওমানের বিপক্ষে ম্যাচের আগে একাদশ সাজানো নিয়েই বিপাকে ছিলেন বাংলাদেশ কোচ জেমি ডে। ম্যাচটিতে অধিনায়ক জামাল ভুঁইয়াকে পায়নি বাংলাদেশ। হলুদ কার্ডজনিত কারণে ওমানের বিপক্ষে খেলতে পারেননি তিনি।
একই কারণে খেলতে পারেননি দলের গুরুত্বপূর্ণ আরও দুই খেলোয়াড় রহমত মিয়া ও বিপলু আহমেদ। চোটের কারণে ছিটকে গেছেন মাশুক মিয়া জনিও। সবমিলে শেষ ম্যাচটিতে দুর্বল দল নিয়েই নামতে হয়েছে বাংলাদেশ। ফলাফলও হয়েছে তেমনই। বড় ব্যবধানে পরাজয়।
এদিন ম্যাচের ২২ মিনিটের মধ্যেই গোল খেয়ে বসে বাংলাদেশ। সতীর্থের পাস ধরে বল নিয়ন্ত্রণে নিয়ে গোলটি করেন মোহাম্মদ আল গাফরি।
৬০মিনিটে সতীর্থের কাটব্যাক পেয়ে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন আল হাজরি। শেষ গোলটি আসে ৮০ মিনিটে। সেটিও করেন আল হাজরি। ফলে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।