মাহমুদউল্লাহর অর্ধশতকে মান বাঁচল বাংলাদেশের
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খুবই খারাপ কেটেছে মাহমুদউল্লাহর। তিন ম্যাচ খেলে করতে পেরেছিলেন মাত্র ৪ রান। তবে টি-টোয়েন্টি সিরিজে আবার স্বরূপে ফিরেছেন বাংলাদেশের অন্যতম এই ব্যাটিং ভরসা। শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও মাহমুদউল্লাহর দারুণ অর্ধশতকে বাংলাদেশ পেয়েছে লড়াই করার মতো সংগ্রহ। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছে ১৪১ রান।
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়! নিউজিল্যান্ড সফরের শুরু থেকে এ বাক্যটিই বারবার আসছে ঘুরেফিরে। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই হঠাৎ করে বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছিলেন মাশরাফি-সাকিবরা। আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও এমন দশা দেখা গেল বাংলাদেশের। এবার মাত্র পাঁচ বলের মধ্যেই তিনটি উইকেট হারিয়ে ব্যাটফুটে চলে গিয়েছিল সফরকারীরা। ৫.২ ওভারের মধ্যে মাত্র ৩০ রানে ৪ উইকেট হারানোর পর শক্ত হাতে দলের হাল ধরেছিলেন মাহমুদউল্লাহ। শেষ ওভারে আউট হওয়ার আগে তিনি খেলেছেন ৪৭ বলে ৫২ রানের লড়াকু ইনিংস। শেষপর্যায়ে মোসাদ্দেক হোসেন সৈকতের ২০ রানের ছোট ইনিংসটিও বড় অবদান রেখেছে বাংলাদেশের স্কোরটাকে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার পেছনে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো নৈপুণ্যই দেখিয়েছিলেন ইমরুল কায়েস ও তামিম ইকবাল। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আর সফল হতে পারলেন না বাংলাদেশের এই দুই বাঁহাতি ওপেনার। ইনিংসের দ্বিতীয় ওভারে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন ইমরুল। পঞ্চম ওভার পর তামিমও ফিরে গেছেন ১১ রান করে। ষষ্ঠ ওভারের প্রথম দুই বলে সাব্বির রহমান ও সৌম্য সরকারকেও সাজঘরমুখী করেছেন নিউজিল্যান্ডের অভিষিক্ত পেসার লোকি ফার্গুসন। রানের খাতা খুলতে পারেননি ইমরুল ও সৌম্য। তামিমের ব্যাট থেকে এসেছে ১১ রান। তিন নম্বরে নেমে সাব্বির করেছেন ১৬ রান। এ সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলতে পেরেছেন ১৪ রানের ছোট ইনিংস।
ওয়ানডে সিরিজের হোয়াইটওয়াশ হয়ে ২০১৬ সালের শেষটা ভালোমতো করতে পারেনি বাংলাদেশ। এবার নতুন বছরে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে মাশরাফি বাহিনী। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ওয়ানডে সিরিজে মাঠের বাইরে থাকার পর দলে ফিরেছেন রুবেল হোসেন। দলের বাইরে চলে গেছেন তাসকিন আহমেদ। দলে ফিরেছেন সৌম্য সরকারও। বাংলাদেশ দল সাজিয়েছে তিনজন পেসার নিয়ে। রুবেল ও অধিনায়ক মাশরাফির সঙ্গে আছেন তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের পক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে তিনজনের। টস ব্রুস, লোকি ফার্গুসন ও বেন হোয়েলার। ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজের বাইরে চলে গেছেন মার্টিন গাপটিল। তাঁর জায়গায় খেলছেন নেইল ব্রুম। ২০১৩ সালের পর আবার টি-টোয়েন্টি খেলতে নেমেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
নিউজিল্যান্ড দল : কেইন উইলিয়ামসন, নেইল ব্রুম, কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, টম ব্রুস, কলিন ডি গ্রান্ডহোম, লুক রনকি, মিচেল সান্টনার, বেন হুইলার, ম্যাট হেনরি ও লোকি ফার্গুসন।