‘আমি পারিনি, দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি’
নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমের চোটের কারণে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ শুধু বড় ব্যবধানেই হারেনি, ব্যাটহাতে অধিনায়ক নিজেও চরমভাবে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন এই বাঁ-হাতি ওপেনার।
হ্যাগলি ওভালে এই ম্যাচে একদিন বাকি থাকতেই বাংলাদেশ নয় উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে। আর অধিনায়ক তামিম প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৮ রান করে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
দল ও নিজের ব্যর্থতায় হতাশ তামিম। সোমবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দলের যে প্রত্যাশা ছিল আমার প্রতি, তা পূরণে আমি চরমভাবে ব্যর্থ হয়েছি। এতে আমি নিজেও চরম হতাশ হয়েছি। তা ছাড়া ভালো কিছু করার সুযোগ থাকা সত্ত্বেও তা না পারাটা ক্রাইমই বলতে হবে। আমি সেই অপরাধে অপরাধী।’
এর জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক, ‘একজন অধিনায়ক হিসেবে দলকে যেভাবে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন ছিল, আমি তা পারিনি। এই পরাজয়ের পুরো দায়ভার আমার। এর জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি।’
নিজের ব্যাটিং ব্যর্থতাকে রাবিশও বলেছেন তামিম, ‘দ্বিতীয় ইনিংসে আমি যেভাবে আউট হয়েছি সেটি একেবারেই রাবিশ। আমার উচিত ছিল বাজে বলের জন্য অপেক্ষা করা। কারণ অধিনায়ক শুধু নামে নয়, অনেক সময় ব্যাটিং দিয়েও সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। সেটা আমি পারিনি।’