বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি সৌরভ?
ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ে বোর্ড অব ক্রিকেট কন্ট্রোলের (বিসিসিআই) সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার এই সিন্ধান্ত নেওয়া হয়। তাই এখন আলোচনা শুরু হয়ে গেছে কে হচ্ছেন সংস্থাটির পরবর্তী সভাপতি।
ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিসিসিআই সভাপতি পদে তিনজনের নাম বেশ আলোচনায় এসেছে। তাঁরা হলেন- সৌরভ গাঙ্গুলী, ব্রিজেশ পটেল ও অমিত শাহারপুত্র জয়।
অবশ্য ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার সভাপতি পদে সৌরভকেই চাইছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘অনেক যোগ্য নাম রয়েছে, যাঁরা ভারতীয় ক্রিকেটে বড় ভূমিকা রাখতে পারেন। তবে আমার মতে সৌরভ সভাপতি পদের জন্য যোগ্য ব্যক্তি।’
সৌরভের অধিনায়কত্বে ভারতীয় দল যখন সাফল্যের শিখরে চলে গিয়েছিল সেই সময়ের কথা উল্লেখ করে সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘আমার মনে আছে ১৯৯৯ ও ২০০০ সালে ভারতীয় দল ম্যাচ ফিক্সিং-কাণ্ডে রীতিমতো জর্জরিত। সৌরভের হাতে সেই সময় অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল। তাঁর অধিনায়কত্বে দলটি যেন একেবারেই বদলে গিয়েছিল।’
সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গাভাস্কার আরো বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করা উচিত হয়নি বিসিসিআইয়ের।’
সৌরভ এখন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতির দায়িত্বে আছেন। সাবেক সভাপতি জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর গত বছর সেপ্টেম্বরে এই দায়িত্ব পান তিনি।