ফেদেরারের বিপক্ষে প্রতারণার অভিযোগ!
মাত্র দুদিন আগেই অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস গড়েছেন রজার ফেদেরার। ব্যক্তিগত ১৮তম গ্র্যান্ড স্লাম জেতা তারকাকে এখন সমালোচনা শুনতে হচ্ছে। তাঁর বিরদ্ধ প্রতারণার অভিযোগ উঠছে। অভিযোগটি তুলেছেন সাবেক উইম্বলডন জয়ী প্যাট ক্যাশ।
ফাইনাল ম্যাচের পঞ্চম সেট চলাকালীন চিকিৎসার জন্য কিছুক্ষণ বিরতি নিয়েছিলেন ফেদেরার। আর এই বিরতিকেই ‘বৈধ প্রতারণা’ বলে দাবি করেন প্যাট ক্যাশ।
এ ব্যাপারে প্যাট ক্যাশ বলেন, ‘আমি বলব এটা এক ধরনের প্রতারণা। খেলা চলাকালীন তাঁর চিকিৎসা নিতে যাওয়া ঠিক হয়নি। অথচ এটিকে বৈধতা দেওয়া হচ্ছে।’
অবশ্য ফেদেরার প্রতারণার অভিযোগ উড়িয়ে দেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘দ্বিতীয় রাউন্ড থেকেই আমার পায়ে সমস্যা হচ্ছিল, ব্যথা পাচ্ছিলাম। তাই কিছুটা চিকিৎসা নিতে হয়েছে। অথচ অনেক কিছু বাড়িয়ে বলা হচ্ছে।’
ফাইনালে মহাকাব্যিক সে ম্যাচে ফেদেরার জিতেছেন ৬-৪, ৩-৬, ৬-১, ৩-৬, ৬-৩ সেটে। ৩৫ বছর বয়সী ফেদেরার হলেন ওপেন যুগের গ্র্যান্ড স্লাম জয়ী দ্বিতীয় বয়সী খেলোয়াড়। অবশ্য এই রেকর্ডটা কেন রোজওয়ালের দখলে—১৯৭২ সালে ৩৮ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন।
অস্ট্রেলিয়ান ওপেনে ফেদেরারের এটি পঞ্চম শিরোপা। টেনিস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ড স্ল্যামের তিনটিতে পাঁচবার করে চ্যাম্পিয়ন হলেন ফেদেরার। এটি ফেদেরারের ১৮তম গ্র্যান্ড স্লাম শিরোপা। আর নাদাল সেই ১৪তেই থেকেছেন, পিট সাম্প্রাসের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে।