সিরিজে চোখ কোহলির, ছাড় দেবে না ইংল্যান্ডও

রুট-মরগানের জুটির কাছে প্রথম টি-টোয়েন্টি হেরে যাওয়ার পর বোলারদের নৈপুণ্যে সিরিজে ফেরে ভারত। তৃতীয় ম্যাচটা তাই অলিখিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছে। যেখানে সিরিজে চোখ রাখছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় ম্যাচটা হবে কোহলির ঘরের মাঠ ব্যাঙ্গালুরুতে। তবে কোহলির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের ব্যাটিং লাইন। কারণ, আগের দুই ম্যাচে রান পাননি কোহলি নিজেই। এদিকে টি-টোয়েন্টিতে ধোনি-যুবরাজ দুজনই ফ্লপ। টি-টোয়েন্টি স্পেশালিস্ট সুরেশ রায়নাও জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন। মনীশ পান্ডেকেও ছন্দে দেখা যায়নি।
এদিকে বলে বলে দারুণ ছন্দে রয়েছে ইংল্যান্ড। টেস্টে ও ওয়ানডেতে সিরিজ হারার পর টি-টোয়েন্টি সিরিজটা নিয়ে দেশে ফিরতে চায় তারা। প্রতি ম্যাচেই বিস্ফোরক সূচনা করছেন ইংলিশ ওপেনাররা। ইয়ন মরগান, জো রুটরা নিজেদের নামের প্রতি সুবিচার করে চলেছেন। টাইমাল মিলস, ক্রিস জর্ডান, আদিল রশিদদের সামনে টি-টোয়েন্টিতে কিছুটা হলেও চাপে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা।
ফাইনালের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। আর যেহেতু ব্যাঙ্গালুরুর মাঠে খেলা হবে, তাই আরেকটি হাইস্কোরিং ম্যাচের আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। এই ম্যাচ দিয়েই শেষ হবে ইংল্যান্ডের ভারত সফর। এরপর ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে টেস্টে মাঠে নামবে কোহলির দল।
সম্ভাব্য ভারত দল : লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, মনীশ পান্ডে, হার্দিক পান্ডে, অমিত মিশ্র, জুভেন্দ্র চাহাল, আশিস নেহরা ও জাসপ্রিত বুমরাহ।
সম্ভাব্য ইংল্যান্ড দল : জেসন রয়, স্যাম বিলিংস, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জস বাটলার, বেন স্টোকস, মইন আলী, ক্রিস জর্ডান, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ ও টাইমাল মিলস।