ভারতীয় দল ঢাকায় আসছে সোমবার

একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সোমবার সকালে ঢাকায় আসছে ভারতীয় ক্রিকেট দল। কলকাতা থেকে সকাল ৯টা ১০ মিনিটে ঢাকায় এসেছে পৌঁছার কথা ধোনি-কোহলিদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য।
ঢাকায় পৌঁছে ভারতীয় ক্রিকেট দল বিমানবন্দর থেকে সরসারি চলে যাবে হোটেল সোনারগাঁওয়ে। একদিন বিশ্রাম নিয়ে ৯ জুন কোহলিরা অনুশীলনে নামবেন।
আগামী ১০ থেকে ১৪ জুন ফতুল্লাহর খান সাহেব এম ওসমান আলী স্টেডিয়ামে হবে সিরিজের একমাত্র টেস্ট। ১৮, ২১ ও ২৪ জুন তিনটি ওয়ানডে ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। তিনটি ম্যাচই দিবা-রাত্রির।
ভারতীয় দলের অবশ্য ঢাকায় আসার কথা ছিল ৭ জুন। পরে একদিন পিছিয়েছে তাদের বাংলাদেশের আসার দিন-ক্ষণ।
ভারতের টেস্ট দল : বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুণ অরুণ ও ইশান্ত শর্মা।
ওয়ানডে দল : মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি ও ধাওয়াল কুলকার্নি।