দীনেশ কার্তিকের ভালোবাসা দিবসের চমক!

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না দীনেশ কার্তিকের। ভারতীয় জাতীয় দল থেকে অনেক আগেই ছিটকে পড়েছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও ঋদ্ধিমান সাহা ও পার্থিব প্যাটেলের সঙ্গে পেরে উঠছেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে মাঠে না হলেও ব্যক্তিগত জীবনে দারুণ সুখে আছেন এই ক্রিকেটার। স্ত্রী দীপিকা পাল্লেকেলের সঙ্গে চুটিয়ে রোমান্স করছেন কার্তিক।
সম্প্রতি নিজের ভেরিফায়েড টুইটারে ভারতীয় তারকা স্কোয়াশ খেলোয়াড় দীপিকার সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন কার্তিক। সেখানে দেখা যাচ্ছে, দীপিকাকে চুমু দিচ্ছেন ভারতের সাবেক এই তারকা ক্রিকেটার। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়।
টুইটারে ভাইরাল হওয়া ছবিটির পেছনের গল্পটিও বেশ চমৎকার। বাইরে বের হওয়ার আগে দীপিকার ড্রেসিং টেবিলে একটি চিঠি রেখে যান কার্তিক। পরে টুইটারে স্ত্রীকে উদ্দেশ্য করে এই ক্রিকেটার লেখেন, ‘ভালোবাসি বলেই তোমাকে জ্বালাতন করি আমি। ড্রেসিং টেবিলে দেখো, তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে।’
এরপরই টু্ইটারে সেই সারপ্রাইজ শেয়ারও করেন দীপিকা। স্ত্রীকে লেখা চিঠিতে বেশ আবেগঘন ভাষায় নিজের ভালোবাসার কথা ব্যক্ত করেন কার্তিক। স্ত্রীর টুইটারের জবাবে চুমু দেওয়ার ছবিটি পোস্ট করেন কার্তিক।
২০১৩ সালে আংটি বদল করেছিলেন দীনেশ কার্তিক ও দীপিকা পাল্লেকেল। দুই বছর পর ২০১৫ সালে সাতপাকে বাঁধা পড়েন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক ও দেশটির এক নম্বর স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লেকেল।