পন্টিং-ওয়াহ নন, শচীনের প্রিয় অধিনায়ক নাসির হুসেন!

অধিনায়ক হিসেবে রিকি পন্টিং, স্টিভ ওয়াহ, ব্রায়ান লারাদের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছেন শচীন টেন্ডুলকার। তবে নিজের পছন্দের অধিনায়কের তালিকায় পন্টিং-লারাদের নয়, বরং ইংল্যান্ডের নাসির হুসেনকে এগিয়ে রেখেছেন শচীন। এই ক্রিকেটারের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘প্লেয়িং ইট মাই ওয়ে’তে নিজের দেখা সেরা অধিনায়ক হিসেবে নাসিরের নাম উল্লেখ করেন তিনি।
নাসির হুসেনের অধিনায়কত্বের প্রশংসা করতে গিয়ে শচীন বলেন, ‘যাদের বিপক্ষে খেলেছি, তাদের মধ্যে অধিনায়ক হিসেবে নাসির হুসেন ছিলেন সবচেয়ে ভালো। তাঁর কৌশলগুলো ছিল চমৎকার। অধিনায়ক হিসেবে তিনি ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন।’ উদাহরণ টানতে গিয়ে ২০০১ সালে ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের কথা বলেন শচীন। মোহালিতে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় টেস্ট ড্র হয়। ব্যাঙ্গালুরুতে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে দারুণ খেলছিলেন শচীন। ভারতীয় দলের সেরা ব্যাটসম্যানটিকে আউট করার জন্য ভিন্ন পথ অবলম্বন করেন ইংলিশ অধিনায়ক নাসির হুসেন। অ্যাশলে জাইলসকে দিয়ে টানা লেগস্টাম্পে বল করাতে থাকেন তিনি। একটা সময় উইকেট ছেড়ে মারতে গিয়ে স্টাম্পিং হন শচীন। ক্যারিয়ারে এই একবারই স্টাম্পড হয়েছেন ভারতীয় ক্রিকেট-ঈশ্বর।
ইংলিশ অধিনায়কের প্রশংসা করে শচীন বলেন, ‘একটি চার বা ছয় হওয়ার পর সাধারণত অধিনায়করা ফিল্ডিংয়ে পরিবর্তন আনেন। তবে নাসির আগে থেকেই সবকিছুর জন্য প্রস্তুত থাকতেন। তাঁর ত্রুটি পাওয়া মুশকিল।’
এ ছাড়া দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথেরও প্রশংসা করেন শচীন। তিনি বলেন, ‘২২ বছর বয়সে অধিনায়কের দায়িত্ব পাওয়া অনেক বড় ব্যাপার। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকাকে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থানে নিয়ে আসাটা দারুণ ছিল স্মিথের জন্য।’ এ ছাড়া মাইকেল ক্লার্কের অধিনায়কত্বেরও প্রশংসা করেন শচীন।