মুস্তাফিজকে গুঁতো, ধোনি সমালোচিত
অভিষেকেই ৫ উইকেট নিয়ে তাক লাগিয়ে দেওয়া ম্যাচসেরা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কনুইয়ের গুঁতো দিয়ে বিপাকে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি। দেশটির প্রভাবশালী কয়েকটি গণমাধ্যমে ভারতের অধিনায়কের এ ধরনের আচরণের নিন্দা করা হয়েছে।
ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ২৫তম ওভারের দ্বিতীয় বলে ধোনির কনুইয়ের জোড় আঘাতে আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছে বাঁহাতি মুস্তাফিজকে। ওই ওভারটা শেষ করতে আসতে হয়েছিল নাসির হোসেনকে। তবে উদ্দীপ্ত মুস্তাফিজ প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার মাঠে ফেরেন। ৩৭তম ওভারে তিনি আবার আক্রমণে যোগ দেন। উইকেট নেন সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার। ৫০ রান খরচে তাঁর ৫ উইকেটের ওপর ভর করেই ৭৯ রানের ‘ঐতিহাসিক’ জয় পায় বাংলাদেশ।
পত্রিকাটির মতে, মুস্তাফিজুর ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছেন—এমন যুক্তি দেখাতে পারতেন ধোনি। কিংবা ওই রান নেওয়ার সময় তাঁকে এড়িয়েও যেতে পারতেন তিনি। কিন্তু টেলিভিশনের স্লো মোশন থেকে দেখা যায়, ধোনি এড়িয়ে যাওয়ার চেষ্টা না করে উল্টো কনুই দিয়ে মুস্তাফিজকে ধাক্কা দিয়েছেন। এটা আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অধিনায়কের আগের ম্যাচগুলোর সঙ্গে খুবই বেমানান। বর্ণাঢ্য ক্যারিয়ারে এমন আচরণ এর আগে কখনো করেননি তিনি।
শুরু থেকেই ভারত দল চাপে থাকায় ওই ঘটনার জেরে মেজাজ হারিয়ে ফেলেছিলেন ধোনি। এর এ কারণেই সাকিবের বলে খোঁচা দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
ওই ঘটনার পর আম্পায়ারদের কাছে অভিযোগ করেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। এটাও ধোনির জন্য হতে পারে সতর্কবার্তা। এ নিয়ে ম্যাচের দুই আম্পায়ার মেসারস রড টাকার ও এনামুল হক আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে রিপোর্ট করবেন কি না, তা-ই এখন দেখার বিষয়। তবে এটা নিশ্চিত যে, শাস্তি পান কিংবা নির্দোষ—যাই হোন না কেন, এ ধরনের আচরণের পর বিশ্বজুড়ে হাজার হাজার সমর্থক হারালেন ধোনি।
এদিকে, ভারতের কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ধোনির ওই কাণ্ডের পর সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সমালোচনার ঝড় বয়েছে।