সাকিবের সামনে আরেকটি অর্জনের হাতছানি

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় স্মরণীয় হয়ে থাকবে তরুণ পেসার মুস্তাফিজুর রহমানের জন্য। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন ১৯ বছর বয়সী এই বাঁ-হাতি বোলার। ব্যক্তিগত একটা অর্জনের হাতছানি আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনেও। আর মাত্র তিনটি উইকেট নিতে পারলেই বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে দুইশ উইকেটের মালিক বনে যেতে পারবেন এই বাঁ-হাতি স্পিনার।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে আরেকটি অর্জন ইতিমধ্যেই করে ফেলেছেন সাকিব। ৩০তম অর্ধশতক করে ছুঁয়ে ফেলেছেন তামিমকে। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি অর্ধশতক করার রেকর্ডটা এখন ভাগাভাগি করে নিচ্ছেন তারকা দুই ক্রিকেটার। দুজনে ওয়ানডেতে শতকও করেছেন ছয়টি।
ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি, ২০৭টি উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক। তাঁকে ছুঁয়ে ফেলতে হয়তো খুব বেশি সময় লাগবে না সাকিবের। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও আছেন ২০০ উইকেটের দ্বারপ্রান্তে। মাইলফলকটি ছুঁতে মাশরাফির প্রয়োজন সাতটি উইকেট।
প্রথম দুই ওয়ানডেতে অবশ্য একাই দাপট দেখিয়েছেন মুস্তাফিজ। সাকিব পেয়েছেন দুইটি উইকেট। মাশরাফি একটি।