সেই বুচার্ডের বিপক্ষেই খেলবেন শারাপোভা
টেনিসে আহামরি কোনো তারকা নন ইউজেনি বুচার্ড। সাফল্য বলতে ২০১৪ সালে উইম্বলডনে ফাইনালে খেলেছেন। এরপর ফর্ম হারিয়ে দিন দিন আলোচনা থেকে হারিয়ে গেছেন কানাডিয়ান সুন্দরী বুচার্ড। তবে আলোচনায় বুচার্ড। খেলার কারণে নয়, মারিয়া শারাপোভাকে গালিগালাজ করে। সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান তারকাকে ‘প্রতারক’ বলেও আখ্যা দেন কানাডিয়ান তরুণী। শারাপোভাকে আরেকটি সুযোগ দেওয়া ভুল হয়েছে বলেও মনে করেন বুচার্ড। তবে কথার লড়াই শেষ হতে না হতেই কোর্টেও এবার শারাপোভাকে পাচ্ছেন কানাডিয়ান টেনিস তারকা। মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে বুচার্ডের মুখোমুখি হচ্ছেন শারাপোভা।
স্টুটগার্ড ওপেনের পর মাদ্রিদ ওপেনেও শারাপোভার জয়রথ ছুটছে। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছেন রাশিয়ান গ্ল্যামার গার্ল। ক্রোয়েশিয়ার মিরজানা লুসিক ব্যারোনির বিপক্ষে ৬-৪, ৪-৬, ৬-১ গেমে জিতেছেন শারাপোভা। দুর্দান্তভাবে প্রথম সেটটা জিতে নেন তিনি। এরপর অবশ্য দ্বিতীয় সেটটা ৪-৬-এ হেরে বসেন। তবে তৃতীয় সেটে লুসিককে ৬-১-এ উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন শারাপোভা। অন্যদিকে বুচার্ডও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
দীর্ঘ ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে টেনিসে ফিরেই স্টুটগার্ট ওপেনের শিরোপা জিতে নেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামার গার্ল। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়া মারিয়া শারাপোভাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। গত বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলার সময় করা ডোপ পরীক্ষায় রুশ এই টেনিস তারকার দেহে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়াম পাওয়া যায়।