সেই বুচার্ডের কাছেই হারলেন শারাপোভা
ইউজেনি বুচার্ডের বিপক্ষে মাঠে নামার আগে মারিয়া শারাপোভা হয়তো খানিকটা স্নায়ুচাপে ভুগছিলেন। বুচার্ডের দেওয়া গালাগালগুলো মানতে পারেননি রাশিয়ান টেনিস তারকা। বুচার্ডকে শিক্ষা দিতে বা যেকোনোভাবে ম্যাচটি জিততে চেয়েছিলেন শারাপোভা। তবে সেই স্নায়ুচাপ আর সামলে উঠতে পারেননি সাবেক নাম্বার ওয়ান মারিয়া শারাপোভা। ইউজেনি বুচার্ডের কাছে হেরে মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন তিনি।
মাদ্রিদ ওপেনে সহজেই প্রথম রাউন্ডের বাধা পেরোলেও দ্বিতীয় রাউন্ডে এসে খেই হারালেন শারাপোভা। ৭-৫, ২-৬, ৬-৪ সেটে হেরে বসেন এই রুশ তারকা। ফলাফলই বলে দিচ্ছে, ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সহজে হার মানেনি মাশা। জয়ের জন্য বুচার্ডকে তিন ঘণ্টা লড়াই করতে হয়েছে।
প্রথম রাউন্ডে লড়াই করেও ৭-৫ সেটে হরে যান শারাপোভা। এরপর দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। ২-৬ ব্যবধানে সেটটা জিতে নেন। তবে তৃতীয় সেটে আর পারেননি এই তারকা। ৬-৪ ব্যবধানে হার মানতে হয় তাঁকে।
এর আগে শারাপোভাকে টেনিসে ফিরতে দেখে যারপরনাই ক্ষুব্ধ হন ইউজেনি বুচার্ড। ডোপ পাপ ইস্যুতে মারিয়া শারাপোভাকে ‘প্রতারক’ বলেন তিনি। এমনকি শারাপোভা টেনিসে ফেরানোটা আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের ভুল ছিল বলে মনে করেন তিনি। এর আগে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ১৫ মাস নিষিদ্ধ ছিলেন শারাপোভা।