অনন্য রেকর্ডের সামনে রোনালদো-রামোস

লা লিগা জয়ের সুখস্মৃতিটা এখনো জ্বলজ্বলে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে পাঁচ বছর পর লিগ শিরোপা জিতেছেন রোনালদো-বেলরা। এবার রিয়ালের সামনে ডাবল জয়ের হাতছানি। ১৯৫৭-৫৮ মৌসুমের পর রিয়াল মাদ্রিদের কখনো একই মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি। এবার সেই রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে জিনেদিন জিদানের দল।
কেবল সেটাই নয়, বিরল এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও সার্জিও রামোস। ৩ জুন কার্ডিফে জুভেন্টাসের বিপক্ষে গোল করলে ইউরোপ সেরার তিন ফাইনালে গোল করার রেকর্ড গড়বেন তারা।
এর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এক ফাইনালে সর্বোচ্চ দুটি গোল করেছেন এসি মিলানের ড্যানিয়েল মাস্যারো, বরুশিয়া ডর্টমুন্ডের কার্ল হেইঞ্জ রিডল, ইন্টার মিলানের হার্নান ক্রেসপো এসি মিলানের ফিলিপ্পো ইনজাঘি ও দিয়েগো মিলিতো। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগের দুটি আসরে গোল করার রেকর্ড রয়েছে মেসি, স্যামুয়েল ইতো ও রাউল গঞ্জালেসের। ২০০৯ ও ২০১১ সালে ইউরোপ সেরার মঞ্চে গোল করেন মেসি। এর আগে ২০০৬, ২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করেন স্যামুয়েল ইতো। এ ছাড়া ২০০০, ২০০২ সালে রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে গোল করে রাউল গঞ্জালেস।
তবে কার্ডিফে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে রোনালদো ও রামোসের সামনে। সিআরসেভেন ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথমবার ও ২০১৪ সালে রিয়ালের জার্সিতে দ্বিতীয়বার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে গোল করেন। আর সার্জিও রামোস ২০১৪ ও ২০১৬ সালের দুটি ফাইনালের লস ব্লাঙ্কোসদের হয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করেন। এবার জুভেন্টাসের বিপক্ষে গোল করলে প্রথম ফুটবলার হিসেবে তিনটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করার কৃতিত্ব অর্জন করবেন এই দুজন।
রিয়াল মাদ্রিদ ডাবল জয়ের সন্ধানে নামলেও জুভেন্টাস খেলবে ট্রেবলের উদ্দেশ্যে। কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে সেল্টা ভিগোর কাছে হেরে ট্রেবল জয়ের স্বপ্নভঙ্গ হয় রিয়ালের। তবে জুভদের কিন্তু সেই সম্ভাবনা রয়েছে। এর আগে ২০১৪-১৫ মৌসুমেও ট্রেবল জয়ের সম্ভাবনা ঝিল বুফনের দলের। তবে বার্সেলোনার কাছে সেবা হেরে যায় দলটি। দেখা যাক, শেষ পর্যন্ত কি হয়! রিয়ালের ডাবল না জুভেন্টাসের ট্রেবল।