প্রথমার্ধে এক গোলে এগিয়ে আর্জেন্টিনা

ফুটবলের ‘সুপার ক্ল্যাসিকো’ বলে কথা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে বহুল কাঙ্ক্ষিত এক লড়াইয়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। প্রথমার্ধের নির্ধারিত সময়ে গোলশূন্য সমতা ছিল। দুই দল যখন বিরতিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই এগিয়ে যায় মেসির আর্জেন্টিনা।
আজ মেলবোর্নে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচের ইনজুরি সময়ে আর্জেন্টিনার পক্ষে গোলটি করেন দলটির ডিফেন্ডার গ্যাব্রিয়েল মারকাদো। দারুণ গোল পেয়ে সাদা-আকাশি শিবির উল্লাসে মেতে ওঠে।
ম্যাচে অবশ্য ব্রাজিলও গোল করার মতো দুটি সহজ সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। এই ম্যাচে ব্রাজিল তাদের মূল তারকা নেইমারকে ছাড়াই মাঠে নেমেছে। এ ছাড়া মার্সেলো ও ক্যাসেমিরোকে টানা না খেলিয়ে বিশ্রামে দেওয়া হয়েছে।
অন্যদিকে জুভেন্টাসের হয়ে ফর্মের তুঙ্গে থাকা ডিফেন্ডার দানি আলভেজকেও রাখা হয়নি হলুদ জার্সিধারীদের দলে। তবে এক বছর পর সেলেসাওদের স্কোয়াডে ফিরেছেন ডেভিড লুইস। এ ছাড়া ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে দলে রেখেছেন কোচ টিটে।
তবে ব্রাজিলের বিপক্ষে পুরো শক্তির দল নিয়েই নেমেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি তো রয়েছেনই। সঙ্গে জুভেন্টাস তারকা পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়াইন, পিএসজির অ্যাঞ্জেল ডি মারিয়াও রয়েছেন স্কোয়াডে। তবে বাদ পড়েছেন ম্যানচেস্টার সিটির তারকা সার্জিও আগুয়েরো।