পাকিস্তানের কাছে ভারতের হারে যা বললেন সানিয়া মির্জা
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা পাকিস্তানি বধূ। পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড় শোয়েব মালিক তাঁর স্বামী। টেনিসে দেশকে অনেক সাফল্য এনে দেওয়া সত্ত্বেও পাকিস্তানিকে বিয়ে করার খোঁটা বরাবরই শুনতে হয়েছে তাঁকে। আবার কারো মুখে এও শোনা যায়, এতই যদি দেশপ্রেম তাহলে পাকিস্তানিকে বিয়ে করলেন কেন। শুধু তাই নয়, ভারত-পাকিস্তান ম্যাচ হলে তিনি কোন দলের সমর্থন করবেন তা নিয়ে বরাবরই অনেকে প্রশ্ন তোলেন।
এই কয়দিন আগে ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও সানিয়া মির্জাকে পাকিস্তানের সমর্থক বলেন। তবে তিনি যে পাকিস্তানের সমর্থক নন এটা আরো একবার প্রমাণ করেছেন তিনি। সম্প্রতি এক টুইটে তিনি জানিয়েছেন, একমাত্র খেলাধুলাই পারে ভারত-পাকিস্তানকে একই সুতোয় বেঁধে ফেলতে।

এক টুইটে সানিয়া মির্জা লিখেছেন, ‘ভারত ক্রিকেটে হেরেছে কিন্তু হকিতে পাকিস্তানকে হারিয়েছে তারা। ভারত ও পাকিস্তান দুই দলকেই আমার অভিনন্দন, দুটি আলাদা সাফল্যের জন্য।’
গত পরশু চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে ভারত। কিন্তু একই দিনে হকিতে পাকিস্তানকে হারিয়েছে ভারত। তাই দুটি আলাদা সাফল্যের জন্য দুই দলকেই অভিনন্দন জানিয়েছেন এই ভারতীয় টেনিস কন্যা।

ক্রীড়া প্রতিবেদক