চট্টগ্রামকে ধরাশায়ী করে বিপিএলে রংপুরের উড়ন্ত সূচনা
দুর্দান্ত জয়ে বিপিএলের দ্বাদশ আসর শুরু করেছে রংপুর রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে আজ সোমবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম রয়্যালসকে রীতিমতো উড়িয়ে দিয়েছে রংপুর। পাঁচ ওভার হাতে রেখে তুলে নিয়েছে ৭ উইকেটের বড় জয়।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম ১৭.৫ ওভারে অলআউট হয় ১০২ রানে। জবাবে ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে রংপুর করে ১০৭ রান।
ছোট রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন ডেভিড মালান ও লিটন দাস। ১২.১ ওভারে ৯১ রান তোলেন দুজন। ৩১ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪৭ রান করেন মুকিদুল ইসলামের শিকার হন লিটন। জয় থেকে দুই রান দূরে থাকতে আউট হন মালান। মাহমুদুল হাসান জয়কে উইকেট দেওয়ার আগে ৪৮ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৫১ রান আসে মালানের ব্যাট থেকে।
চট্টগ্রামের পক্ষে মুকিদুল দুটি এবং জয় পান এক উইকেট।
ব্যাটিংয়ে মাত্র ১ রান তুলতেই প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। ওপেনার অ্যাডাম রসিংটনকে বিদায় করেন নাহিদ রানা। আলিস আল ইসলামের হাতে ক্যাচ তুলে ১ রানে ফেরেন অ্যাডাম। অপর ওপেনার নাঈম শেখ খেলেছেন হাত খুলে। ২০ বলে ৭টি চার ১টি ছক্কায় ৩৯ রান আসে নাঈমের ব্যাট থেকে। তাকে বোল্ড করেন মুস্তাফিজুর রহমান।
ওয়ানডাউনে নামা মির্জা বেগের ব্যাট থেকে আসে ২৪ বলে ২০ রান। তাকেও ফেরান মুস্তাফিজ। চট্টগ্রামের ব্যাটিং স্তম্ভ গুড়িয়ে দিতে বড় ভূমিকা রাখেন ফাহিম আশরাফ। তিনি পান পাঁচ উইকেট। মাহফিজুল ইসলাম, মাসুদ গুরবাজ, অধিনায়ক শেখ মেহেদি ও আবু হায়দারকে ফিরিয়ে চট্টগ্রামকে ব্যাকফুটে ঠেলে দেন ফাহিম। চারজনের সম্মিলিত সংগ্রহ ২৪ রান।
শেষ দিকে আবারও দৃশ্যপটে ফাহিম। শরিফুল ইসলামকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন তিনি। ৩.৫ ওভারে ১৭ রানে নেন ৫ উইকেট।
৩ ওভারে ১৯ রানে ২ উইকেট পান মুস্তাফিজ। একটি করে উইকেট নেন নাহিদ রানা, আলিস আল ইসলাম ও সুফিয়ান মুকিম।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম রয়্যালস : ১৭.৫ ওভারে ১০২/১০ (নাঈম ৩৯, অ্যাডাম ১, মির্জা ২০, জয় ০, মাহফিজুল ১, গুরবাজ ৯, মেহেদি ১, রনি ১৩, তানভীর ৬, শরিফুল ৬, মুকিদুল ১*; নাহিদ ৩-০-৩৩-১, ফাহিম ৩.৫-০-১৭-৫, আলিস ৩-০-১৭-১, মুস্তাফিজ ৩-০-১৯-২, সুফিয়ান ৪-০-১২-১, খুশদিল ১-০-৩-০)
রংপুর রাইডার্স : ১৫ ওভারে ১০৭/৩ (মালান ৫১, লিটন ৪৭, হৃদয় ১, মাহমুদউল্লাহ ১*, খুশদিল ৬*; শরিফুল ২-০-১৬-০, মেহেদি ৪-০-২৭-০, তানভীর ৪-০-২৭-০, মির্জা ১-০-২-০, জয় ২-০-৩০-১, মুকিদুল ২-০-৫-২)

স্পোর্টস ডেস্ক