রোনালদোর গোলে রাশিয়া বাধা পেরোল পর্তুগাল

তিন বছর ধরে রাশিয়ার মাটিতে জয়ের মুখ দেখেনি পর্তুগাল। তবে এবার সেই জয়খরা কাটাতে বদ্ধপরিকর ছিল পর্তুগাল। খেলার শুরু থেকেই সেটার ছাপ ছিল রোনালদোদের খেলায়। শেষ পর্যন্ত ১-০ গোলে রাশিয়াকে হারাল ইউরো চ্যাম্পিয়নরা। পর্তুগিজদের পক্ষে একমাত্র গোলটি করেন রিয়াল মাদ্রিদ স্টার রোনালদো।
এই জয়ে কনফেডারেশন্স কাপে শেষ চারের লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে থাকল পর্তুগাল। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রোনালদোর দল।
মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে খেলার শুরু থেকেই পরিষ্কারভাবে এগিয়ে ছিল পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো-আন্দ্রে গোমেজরা শুরু থেকেই রাশিয়াকে চেপে ধরেন। খেলার অষ্টম মিনিটেই রোনালদোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। রাফায়েল গুয়েরিয়েরোর পাসে দর্শনীয় এক হেডে আসরের প্রথম গোল করেন সিআরসেভেন।
এক গোলে এগিয়ে থেকেও বারবারই রাশিয়ার রক্ষণভাগে ত্রাস ছড়াতে থাকেন রোনালদোরা। রিয়াল সুপারস্টার নিজেও বেশ কয়েকটি গোলের সহজ সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও আর কোনো গোল করতে পারেনি কোনো দল।
এদিকে এই গ্রুপের অন্য ম্যাচে জয় পেয়েছে মেক্সিকো। লাতিন আমেরিকার দলটি ২-১ ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল মেক্সিকো।