বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিল কোপা চ্যাম্পিয়নরা

কনফেডারেশন্স কাপে ‘বি’ গ্রুপটাই মৃত্যুকূপ। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি, আফ্রিকা চ্যাম্পিয়ন ক্যামেরুন আর এশিয়ান কাপের শিরোপাধারী অস্ট্রেলিয়া রয়েছে এই গ্রুপে। একটু পা হড়কালেই বিপদ। তবে নিজেদের নামের সুনাম রেখে এখনো টিকে আছে কোপা ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন চিলি ও জার্মানি। নিজেদের মধ্যে লড়াইয়ে হারল না কোনো দল। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে রুখে দিয়েছে কোপা আমেরিকার শিরোপাধারী চিলি।
এই ড্রয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল চিলি। দুইয়ে রয়েছে জার্মানি। জার্মানি ও চিলির কাছে হেরে তিনে ও চারে রয়েছে অস্ট্রেলিয়া ও ক্যামেরুন।
রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই বাজে ডিফেন্সের কারণে গোল হজম করে বসে জার্মানি। স্কোড্রান মুস্তাফির ভুল পাসে বল পেয়ে যান আর্তুরো ভিদাল। চোখের পলকেই সানচেজের উদ্দেশে বল বাড়িয়ে দেন এই মিডফিল্ডার। বল পেয়েই দুর্বার হয়ে ওঠেন সানচেজ। সোজা গোলমুখে শট নেন এই আর্সেনাল তারকা। গোলপোস্টে বল লেগে তা জালে জড়িয়ে যায়। গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন কেবল চেয়ে চেয়ে বলটাকে জালে ঢুকতে দেখেন। ২০ মিনিটে আবার গোল পেতে পারত চিলি। তবে এডুয়ার্দো ভার্গাসের জোরালো গতির শটটা টের স্টেগেনকে পরাজিত করলেও পোস্টে লেগে ফিরে আসে।
সমতায় ফেরার জন্য প্রধমার্ধের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় জার্মানিকে। জোনাস হেক্টরের বাড়ানো বলে পা ছুঁয়ে বিশ্বচ্যাম্পিয়নদের স্বস্তি এনে দেন স্টিন্ডল। এই ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুদল। তবে শেষ পর্যন্ত আর কোনো দলই গোল পায়নি। অস্ট্রেলিয়া ও ক্যামেরুনের মধ্যকার অপর ম্যাচটিও ড্র হয়েছে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এনগুইজার গোলে এগিয়ে যায় ক্যামেরুন। ৬০তম মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করে অস্ট্রেলিয়া।