কনফেডারেশনস কাপে জার্মানি-চিলি ফাইনাল

সেমিফাইনালে পর্তুগালকে হারিয়ে আগেই ফাইনালের টিকেট পেয়ে গিয়েছিল চিলি। এবার দ্বিতীয় সেমিফাইনালে মেক্সিকোকে হারিয়েছে জার্মানি। ফলে কনফেডারেশনস কাপের ফাইনালে দেখা যাবে বিশ্বকাপজয়ী জার্মানি ও কোপা আমেরিকাজয়ী চিলির লড়াই।
পর্তুগালকে হারাতে বেশ কষ্ট করতে হয়েছিল চিলিকে। নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য ড্রয়ের পর চিলি জিতেছিল পেনাল্টি শুটআউটে। তবে আরেক সেমিফাইনালে জার্মানি সহজেই হারিয়েছে মেক্সিকোকে। লিওন গোরেৎজার জোড়া গোলের সুবাদে জার্মানি পেয়েছে ৪-১ গোলের জয়।
ম্যাচের শুরুতেই মেক্সিকোর রক্ষণভাগকে ছিন্নভিন্ন করে দিয়েছিলেন জার্মানির তরুণ মিডফিল্ডার গোরেৎজা। ৬ ও ৮ মিনিটে করেছিলেন দুটি গোল। শুরুতেই ২-০ গোলে পিছিয়ে পড়ায় নিশ্চিতভাবেই কিছুটা হকচকিত হয়ে পড়েছিলেন মেক্সিকান ফুটবলাররা। শুরুর সেই ধাক্কা তাঁরা আর সামলেও উঠতে পারেননি। ৫৯ মিনিটে মেক্সিকোর জালে আরেকবার বল জড়িয়ে দলের জয় নিশ্চিত করে ফেলেন জার্মানির আরেক তরুণ তারকা টিমো ওয়ার্নার।
৮৯ মিনিটে একটি গোল শোধ করতে পেরেছিলেন মেক্সিকোর মিডফিল্ডার ফেবিয়ান। কিন্তু পরমুহূর্তেই আবার ব্যবধান বাড়িয়ে ফেলে জার্মানি। যোগ করা অতিরিক্ত সময়ে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন জার্মান ফরোয়ার্ড আমিন ইউনেস।
আগামী রোববার সেন্ট পিটার্সবার্গে শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে মুখোমুখি হবে চিলি ও জার্মানি। দুই দলের সামনেই আছে প্রথমবারের মতো কনফেডারেশনস কাপের শিরোপা জয়ের সুযোগ। এবারই প্রথমবারের মতো ফাইনালে উঠেছে এই দুই দেশ।