উইম্বলডনের শেষ ষোলোতে নাদাল
সাম্প্রতিক সময়ে দারুণ সাফল্য পাচ্ছেন রাফায়েল নাদাল। সাফল্যের সে ধারাবাহিকতা তিনি অব্যাহত রেখেছেন উইম্বলডনেও। দারুণ খেলে উঠে গেছেন আসরের শেষ ষোলোতে। গতকাল শুক্রবার ৬-১, ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে তিনি হারিয়েছেন রাশিয়ার কারেন কাচানোভকে।
একই দিনে শেষ ষোলতে খেলা নিশ্চিত করেছেন আসরের গতবারের চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে। ইতালির ফাবিও ফগনিনিকে ৬-২, ৪-৬, ৬-১, ৭-৫ গেমে হারিয়ে তিনি উঠে গেছেন পরবর্তী পর্বে।
অবশ্য গত কয়েক বছরে এই আসরে নাদালের পারফরম্যান্স খুব একটা ভালো না। গত ছয় বছরে একবারও তিনি পারেননি ফাইনালে উঠতে। এর আগে অবশ্য দুইবার উইম্বলডন ট্রফি জিতেছিলেন এই স্প্যানিশ তারকা। সর্বশেষ জিতেছেন ২০১০ সালে।
আসরে গতকাল হেরে গেছেন জাপানের কেই নিশিকোরি। স্পেনের রবার্তো বাতিস্তার কাছে ৬-৪, ৭-৬ (৭-৪), ৩-৬, ৬-৩ গেমে হেরে শেষ ষোলোতে উঠতে ব্যর্থ হন তিনি।