উইম্বলডনের শেষ আটে কুজনেসতোভা-অস্টাপেঙ্কা
দর্শকরা হয়তো আরেকটু লড়াইয়ের আশা করেছিল। তবে সিতোলিনা কুজনেসতোভা সেটা আর হতে দিলেন কই। মাত্র দেড় ঘণ্টার লড়াইয়ে পোলান্ডের অ্যাগনেস্কা রাদানাওস্কাকে ৬-২, ৬-৪ সেটে হারিয়ে দিলেন এই রাশিয়ান সুন্দরী। উইম্বলডনের ১২ নম্বর কোর্ট থেকে ঝরে গেছেন আরেক তারকা। লাটভিয়ার টেনিস তারকা জেলেনা অস্টাপেনকো হারিয়ে দিয়েছেন চার নম্বর শীর্ষ বাছাই ইউক্রেনের এলিনা সিতোলিনাকে। ৬-৩, ৭-৬ (৮-৬) সেটে হেরে এবারের আসর থেকে বিদায় নিলেন সিতোলিনা।
কুজনেসতোভার বিপক্ষে প্রথম সেটে দাঁড়াতেই পারেননি রাদানাওস্কা। ৬-২ গেমে প্রথম সেটটা জিতে নেন কুজনেসতোভা। দ্বিতীয় সেটে অবশ্য রাদানাওস্কা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে ৬-৪ গেমে দ্বিতীয় সেট হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন এই তারকা।
দিনের অপর ম্যাচে স্বাভাবিকভাবেই ফেভারিট ছিলেন সিতোলিনা। তবে শুরু থেকেই দারুণভাবে খেলতে থাকেন অস্টাপেঙ্কা। প্রথম সেটটা ৬-৩ ব্যবধানে জিতে নেন অস্টাপেঙ্কা। দ্বিতীয় সেটে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ান সিতোলিনা। দুজনই ছয় গেম জিতলে খেলা গড়ায় টাইব্রেকারে। এখানে ৬-৬ ব্যবধানে ম্যাচটা জিতে নেন অস্টাপেঙ্কা।