শাস্ত্রীই হচ্ছেন ভারতের কোচ?
ভারতের কোচ হওয়ার চেষ্টাটা অনেক দিন ধরেই করছেন রবি শাস্ত্রী। এর আগের দফায় সফল হতে পারেননি সৌরভ গাঙ্গুলির সঙ্গে দ্বন্দ্বের কারণে। তবে এবার মনে হয় সফল হতে চলেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন শাস্ত্রী।
সম্প্রতি শেষ হয়েছে কোচদের যাচাই-বাছাই প্রক্রিয়া। কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্তটা নেয়নি ভারতের ক্রিকেট বোর্ড। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনার পরই সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম।
কোহলির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েই ভারতের কোচের আসনটি হারিয়েছেন অনিল কুম্বলে। নতুন কোচ নির্বাচনের সময়ও কোহলির মতামত অনেক গুরুত্ব পাবে বলে গুজব আছে ভারতের ক্রিকেট অঙ্গনে। কোহলির সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণেও বেশ খানিকটা এগিয়ে আছেন শাস্ত্রী।
২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত ভারতের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করেছিলেন শাস্ত্রী। সে সময়ই তাঁর ভালো সম্পর্ক গড়ে উঠেছিল ক্রিকেটারদের সঙ্গে। আজ মঙ্গলবার দ্য টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারতীয় ক্রিকেট দলের সব সদস্যই চান, শাস্ত্রীই আসুক নতুন কোচ হিসেবে।’ ভারতীয় ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন গাঙ্গুলি।
ভারত এবার নতুন কোচ নিয়োগ দিচ্ছে ২০১৯ সালের বিশ্বকাপ মাথায় রেখে। ৫০ ওভারের বিশ্বকাপের জন্য শক্তিশালী একটা দল গঠনের কথা বিবেচনা করেই নির্বাচন করা হচ্ছে নতুন কোচ। ফলে অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।