‘দলের সঙ্গে থাকাটাও কম নয়’

জাতীয় দলে এখনো খুব একটা নিয়মিত হয়ে উঠতে পারেননি, আসা-যাওয়ার মধ্যেই আছেন তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তবে ভবিষ্যতে যে দলের একজন নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে উঠতে পারেন সেটা তিনি এরই মধ্যে প্রমাণ করেছেন। যখনই সুযোগ পেয়েছেন, চেষ্টা করেছেন নিজেকে মেলে ধরতে। এখন তাঁর একমাত্র লক্ষ্য জাতীয় দলে নিয়মিত হওয়া। সে লক্ষ্যে নিজেকে প্রস্তুতও করছেন তিনি।
অবশ্য আন্তর্জাতিক অঙ্গনে সোহানের পথচলাটা খুব বেশি দিনের নয়। গত বছর জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই তরুণ এখন পর্যন্ত একটি টেস্ট, দুটি ওয়ানডে ও নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অবশ্য নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড সফরে দলের সঙ্গে ছিলেন পুরোটা সময়। কিন্তু খেলেছেন মাত্র একটি ম্যাচ।
দলে নিয়মিত হতে না পারলেও খুব একটা আক্ষেপ নেই সোহানের। সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে খুবই আশাবাদী এই তরুণ ক্রিকটার, ‘হ্যাঁ এটা ঠিক, গত কয়েকটি সিরিজে দলের সঙ্গে থাকলেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি। তবে দলের সঙ্গে থেকে নিজেকে আমি তৈরি করছি। সবসময় চেষ্টা করছি নিজের ঘাটতি কাটিয়ে উঠতে। সুযোগ পেলে মেলে ধরতে আমি প্রস্তুত।’
খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ না পেলেও পরিস্থিতি অনুযায়ী কী কাজ করতে তা ভালোই জানেন তিনি, ‘মানসিক দৃঢ়তা এবং চেষ্টা থাকলে অবশ্যই আন্তর্জাতিক ম্যাচে ভালো করা সম্ভব। অবশ্য এর জন্য প্রয়োজন নিজের প্রতি আস্থা রাখা।’
ম্যাচ খেলার সুযোগ না পেলেও জাতীয় দলের সঙ্গে থাকাটাও অনেক বড় ব্যাপার বলে মনে করেন এই তরুণ ক্রিকেটার, ‘সত্যি কথা বলতে কি, জাতীয় দলের সঙ্গে থাকাটা ভিন্ন রকমের। এখানে থেকে অনেক কিছু শেখা যায়। আমি এই সুযোগগুলো কাজে লাগিয়ে নিজেকে ভালো ভাবে প্রস্তুত করছি।’