রোনালদোকে ছাড়াই এল ক্লাসিকোতে নামবে রিয়াল?

কয়েকদিনের বিরতি দিয়ে আবার শুরু হচ্ছে ফুটবলের মৌসুম। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ দিয়ে মৌসুম শুরু করছে ইউরোপের ক্লাবগুলো। আগামী ২৩ জুলাই রিয়াল মাদ্রিদ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। আর ২৬ জুলাই লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ ম্যানসিটি। যুক্তরাষ্ট্রে হবে ম্যাচগুলো। বার্সেলোনা খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের বিপক্ষে। এদিকে লা লিগার সূচিও ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ জুলাই থেকে পর্দা উঠছে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় এই আসরের।
এই মৌসুমে লা লিগার আগেই তিনবার একে অপরের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্প্যানিশ ফুটবলের প্রতি মৌসুমের শুরুতেই সুপার কাপের শিরোপাজয়ের জন্য মুখোমুখি হয় লা লিগা ও কোপা দেল রে চ্যাম্পিয়ন। গত মৌসুমে লা লিগার শিরোপা জিতেছিল রিয়াল। আর কোপা দেল রের শিরোপা উঠেছিল বার্সেলোনার ট্রফি কেসে। এর ফলে মৌসুমের শুরুতেই দুবার এল ক্লাসিকোর স্বাদ পাবেন ফুটবলভক্তরা। ১৩ আগস্ট সুপার কাপের প্রথম লেগে ক্যাম্প ন্যুতে রিয়ালকে আতিথেয়তা দেবে বার্সেলোনা। অপরদিকে এর তিনদিন পর সান্তিয়াগো বার্নাব্যুতে হবে দ্বিতীয় লেগের ম্যাচটি।
অবশ্য এর আগে ২৯ জুলাই আমেরিকার মিয়ামিতে হচ্ছে বছরের প্রথম এল ক্লাসিকো। এই ম্যাচে খুব সম্ভবত ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নামতে হবে রিয়াল মাদ্রিদকে। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর থেকেই ছুটিতে রয়েছেন রোনালদো। এর মধ্যে যমজ সন্তানের বাবা হয়েছেন এই সুপারস্টার। পুরো পরিবার নিয়ে এখন ছুটি কাটাচ্ছেন তিনি। প্রাক-মৌসুমকে সামনে রেখে লস অ্যাঞ্জেলেসে অনুশীলন করছেন রামোস-বেলরা। তবে ছুটিতে থাকায় দলের সঙ্গে যোগ দেননি রোনালদো। শোনা যাচ্ছে, খুব শিগগির অনুশীলনে ফিরবেন এই পর্তুগিজ তারকা। তবে শুরুর এল ক্লাসিকোতে রোনালদোর না থাকার সম্ভাবনাই বেশি।