প্রাক মৌসুমে কবে-কখন খেলবে রিয়াল-বার্সা

মাসখানেক বিরতি দিয়ে আবার শুরু হচ্ছে উইরোপের ফুটবলের লড়াই। এরই মধ্যে দলগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে ভেড়াতে শুরু করেছে। বেনফিকা থেকে নেলসন সেমেদো আর এভারটন থেকে রাইট উইং জেরার্ড ডেউলোফিউকে দলভুক্ত করেছে বার্সেলোনা। রিয়ালও তাদের দল সমৃদ্ধ করেছে। আতলেতিকো মাদ্রিদের তারকা থিও হার্নান্দেজকে দলে ভিড়িয়েছে লস ব্লাঙ্কোসরা। সেভিয়ার ডেনিয়েল ফার্নান্দেজকেও কিনেছে রিয়াল। খেলোয়াড় কেনাবেচার প্রক্রিয়াটা চলবে আরো কয়েকদিন। এরই মধ্যে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে মেসি-রামোসরা। লস অ্যাঞ্জেলসে চলছে রিয়াল মাদ্রিদের প্রস্তুতি ক্যাম্প। আর বার্সেলোনা রয়েছে স্পেনেই। দু-একদিনের মধ্যেই আমেরিকার উদ্দেশে রওনা দেবেন মেসি-নেইমাররা।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে ২২ জুলাই জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ২৬ জুলাই কাতালান ক্লাবটির প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। এর চারদিন পর অর্থাৎ ৩০ জুলাই মিয়ামিতে মেসি-সুয়ারেজদের প্রতিপক্ষ রোনালদো-বেলদের রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদ তাদের প্রথম ম্যাচ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। ২৩ জুলাই ম্যাচটি হবে ক্যালিফোর্নিয়ায়। ২৬ জুলাই রোনালদোদের প্রতিপক্ষ ম্যানসিটি। ম্যাচটি হবে লস অ্যাঞ্জেলেসে। এরপর ৩০ জুলাই হবে রিয়াল-বার্সা মহারণ। এরপর ২ আগস্ট আমেরিকার দল এমএলএস অল স্টারের বিপক্ষে খেলবে জিদানের দল। এই দলটিতে কাকা, ডেভিড ভিলা, বাস্তিয়ান সোয়ার্জনেগারের মতো তারকা ক্রিকেটাররা রয়েছেন। এরপর ৮ আগস্ট উয়েফা সুপার কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। ১১ আগস্ট শুরু হচ্ছে স্প্যানিশ প্রিমিয়ার লিগ। এর দুদিন পরই অর্থাৎ ১৩ আগস্ট স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এর ঠিক তিনদিন পর দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।
বার্সেলোনা ম্যাচের সময়সূচি
তারিখ ম্যাচ ভেন্যু সময় (বাংলাদেশ সময়)
২৩ জুলাই বার্সেলোনা-জুভেন্টাস নিউ জার্সি ভোর ৪টা
২৭ জুলাই বার্সেলোনা-ইউনাইটেড মেরিল্যান্ড ভোর সাড়ে ৫টা
৩০ জুলাই বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ মিয়ামি ভোর সাড়ে ৫টা
রিয়াল মাদ্রিদ ম্যাচের সময়সূচি
তারিখ ম্যাচ ভেন্যু সময় (বাংলাদেশ সময়)
২৪ জুলাই রিয়াল মাদ্রিদ-ইউনাইটেড ক্যালিফোর্নিয়া রাত ৩টা
২৭ জুলাই রিয়াল মাদ্রিদ-ম্যান সিটি লস অ্যাঞ্জেলেস সকাল ৯টা
৩০ জুলাই রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা মিয়ামি ভোর সাড়ে ৫টা
২ আগস্ট রিয়াল মাদ্রিদ-অল স্টার শিকাগো সকাল সাড়ে ৬টা
স্প্যানিশ সুপার কাপের সময়সূচি
তারিখ ম্যাচ ভেন্যু সময় (বাংলাদেশ সময়)
১৩ আগস্ট রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ন্যু ক্যাম্প রাত ২টা
১৬ আগস্ট রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা বার্নাব্যু রাত ২টা